ইচ্ছে হলেই আর পারিনা আগের মতোন ছুটতে,স্বপ্নে বিভোর জীবনটাকে ভালবাসায় রাংঙ্গাতে?দস্যি ছেলে হয়ে আবার পাড়াময় ঘুরতে,আম বাগানে জাম বাগানে হন্যে হয়ে হাটতে?জীবন ধারার বাস্তব সুতোয় আজকে আমি বাধানিয়ম নীতির শাসন জালে পড়ে গেছি ধরা।দিন চলে যায় দিন আসে সব কিছুই বদলাইআমার ভিতর আমি যেন আগের মতন না পাই।কর্মে বাধা জীবন থেকে পাইনা আমি ছুটিজীবন থেকে তাইতো আমি পেতে চাই মুক্তি।
হুমায়ুন আবিদ
হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।
হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা
6 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক শুক্রবার, 07 জুলাই 2023 08:06 লিখেছেন iLUWXUL
cheap cialis from india It turns out that it is so long, so there is veggie burgers good for diabetics is really no way to watch it, but this way, would not there be a lot of people coming to the star field Fang Xuan asked with narrowed eyes
- মন্তব্যের লিঙ্ক বৃহষ্পতিবার, 16 এপ্রিল 2015 20:01 লিখেছেন সুজন হোসাইন
বাস্তবতা প্রতিফলন ভালো লাগলো
- মন্তব্যের লিঙ্ক বৃহষ্পতিবার, 16 এপ্রিল 2015 16:58 লিখেছেন সীমান্ত মুরাদ
দারুন
- মন্তব্যের লিঙ্ক বৃহষ্পতিবার, 16 এপ্রিল 2015 15:57 লিখেছেন সার্জেন্ট মোঃ নাজমুল কবির (অবঃ)
ছুটি চাইলেই কি আর ছুটি পাওয়া যায়, লেখার মাঝে বিষন্নতা প্রকাশ পেয়েছে, মনকে শক্ত করে এগিয়ে যান, সময়ের অপেক্ষা মাত্র। কবিতাটি ভালো লেগেছে।
- মন্তব্যের লিঙ্ক বৃহষ্পতিবার, 16 এপ্রিল 2015 13:31 লিখেছেন নুরুন্নবী জামশেদ
জীবন মানে এটাই
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.