এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 16 এপ্রিল 2015 07:14

বৈশাখে

লিখেছেন
লেখায় ভোট দিন
(4 টি ভোট)
                দেখ দখিনা হাওয়ায় চড়ে  
বৈশাখ আসে মোদের বাড়ি 
আম,জাম,চিড়ে গুড়ে
ভরবে এবার মধুর হাড়ি । 

মাঠের ঐ রাখাল ছেলে 
গান ধরেছে সুরে-সুরে 
গাইছে গান সে ঢুলে-ঢুলে 
মন চলে যায় অচিন পুরে। 

ধানের শিষে ঢেউয়ের মেলা 
ভুবন জুড়ে রঙের খেলা 
আসে বৈশাখী ঝড়
ভেঙ্গে দেয় বাড়ি-ঘর।

6128 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 16 এপ্রিল 2015 15:39
শেয়ার করুন
সুজন হোসাইন

নাম:সুজন হোসাইন,পিতার নাম:নাঈম উদ্দীন,নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে আমার জন্ম পোস্ট :নারায়ণপুর-৬২২০। জন্ম তারিখ :০৭/১০/১৯৯৩ মোবাইল:01755178188, আমি ২০১০ সালে এস.এস.সি পাস করি এবং ২০১২ সালে এইচ.এস.সি পাস করি ।বর্তমানে ডিগ্রি বি.এস.এস পড়াশোনা করছি ॥কবিতা লিখা হাতে খড়ি আমার স্কুল জীবন থেকে ।কবিতা পড়তে আমার খুব ভালো লাগে ।তাই সাহিত্য চর্চা করি ।

সুজন হোসাইন এর সর্বশেষ লেখা

9 মন্তব্য