ধরায় ঝরা ধুলিকণাঅাকাশ দেখা ছিলো মানাসে যে আকাশ দেখেছিল।চাওয়া পাওয়ায় সন্ধি করেহাজার আকাশ স্বপ্ন গড়েসে যে স্বপ্ন ছুঁয়েছিল।ছায়াঘেরা আবছা আলোজোছনা ছোঁয়া মানা ছিলসে যে জোসনা ছুঁয়েছিল।আঁধার রাতের কৃষ্ণ কালোআলোর ঘটে কাজল দিলসে যে কাজল মেখেছিল।

মোঃ আবু সাইদ সরকার
জন্ম ১৯৬৯ সালে ১৩ই সেপ্টেম্বর। বাড়ী বগুড়া জেলার শেরপুর থানার বিশালপুর ইউনিয়নের বিরাকইর গ্রামে। পিতাঃ মৃত আব্দুস সোবাহান। মাতাঃ মৃত সুখীতন বিবি। ১৯৯২ সালে করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স সহ অর্থনীতিতে এম.এস.এস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় এসে সি.ইন.এড ও এম.এড ডিগ্রি লাভ করেন। বর্তমান একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র জীবন থেকেই ছড়া ও কবিতা লিখে সুনাম অর্জন করেন। ইতোপূর্বে তার বহু লেখা বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ"ঈল্লীয়িনে কিছুক্ষণ"।
মোঃ আবু সাইদ সরকার এর সর্বশেষ লেখা
7 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক
শুক্রবার, 17 এপ্রিল 2015 07:00 লিখেছেন হুমায়ুন আবিদ
খুবই সুন্দর একটি কবিতা আমি প্রাণ ভরে উপভোগ করেছি ধন্যবাদ সাইদ ভাইকে
- মন্তব্যের লিঙ্ক
বৃহষ্পতিবার, 16 এপ্রিল 2015 22:11 লিখেছেন নাহিদুর রহমান( নাহিদ)
অসাধারণ প্রকাশ। বেশ ভালো লাগল
- মন্তব্যের লিঙ্ক
বৃহষ্পতিবার, 16 এপ্রিল 2015 19:53 লিখেছেন সুজন হোসাইন
খুব ভালো লাগলো
- মন্তব্যের লিঙ্ক
বৃহষ্পতিবার, 16 এপ্রিল 2015 18:35 লিখেছেন নুরুন্নবী জামশেদ
সে কে জানিতে চাই
সুন্দর হয়েছে - মন্তব্যের লিঙ্ক
বৃহষ্পতিবার, 16 এপ্রিল 2015 16:55 লিখেছেন সীমান্ত মুরাদ
ভীষণ ভালো লাগল কবিতাটি
- মন্তব্যের লিঙ্ক
বৃহষ্পতিবার, 16 এপ্রিল 2015 15:48 লিখেছেন সার্জেন্ট মোঃ নাজমুল কবির (অবঃ)
খুব ভালো ও সুন্দর লেখা, মুগ্ধতায় ভরপুর
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.