এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 19 এপ্রিল 2015 06:32

লজ্জা

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                আমার কান ধরছি আমি 
 তবু মরছি নাতো লাজে,
একি আজ হলো আমার
লজ্জা গুলো সব গেল কোথায়,
পাচ্ছি না কেন কাজে?
বেহায়য়া মন অযথা তুই
কোরলি এ কোন ক্ষতি,
নিজের কান নিজে ধরছি
তবু লাল হচ্ছে না কেন লতি?
মন আমার রেগে গিয়ে 
মারল এবার তাড়া,
তুমি ছাড়া আমি মন
শুঁধুই ছন্ন ছাড়া।
মনের তাড়া খেয়ে আমার
ফিরে এলো হুশ,
হায়য়া লজ্জার বীজ বুনেছি
এবার বুঝি হলেম তাই মানুষ।            
            
834 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

5 মন্তব্য