এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 19 এপ্রিল 2015 14:19

শুধু একবার

লিখেছেন
লেখায় ভোট দিন
(4 টি ভোট)
                আকাশের মিটি মিটি তাঁরা গুলোকে 
তোমার হাতে এনে দেবো ,
তুমি যদি এসে বসো
স্নিগ্ধ সুভাষিত এই জ্যোৎস্না ভরা সন্ধ্যায় ।

তোমাকে এনে দেবো চাঁদের জননীকে,
কোলে রেখে গল্প শুনাবে বসে গভীর নিশীথে ।
ঝরে পড়বে রাশি রাশি তাঁরা তোমার কোমল হাতে
হীরা মাণিক মুক্ত হয়ে, আনমনে খেলা করবে তোমার সাথে ।

সুভাষিত ফুলের কলি এনে দেবো তোমায়
ভালবাসার কলি ফুটাবে বলে তোমার কোমল হৃদয়ে ,
বসন্তের বৃক্ষ লতায় জড়িয়ে নেবো তোমায় ,
বসন্তের সুভাষিত গ্রান তোমার হৃদয়ের মাঝে ছড়াবে বলে ।

শুধু এক বার, যদি তুমি বলো ভালবাস আমায় শুধু একবার,
আমি বন্ধ করে দেবো সমুদ্রের হুংকার
যেনো ভেসে না যাও কোন আমাবর্ষার রাতে ফেঁপে ওঠা বানে।

সব কিছু কে স্তব্দ করে দেবো
নীরবে তুমি ঘুমাবে বলে এই গভীর রজনীতে,
লিখে নেবো মনের মাঝে নতুন প্রাণের সুর
তোমাকে গভীর নিশীথে শুনাবো বলে ।

হাতের মুঠোই বেঁধে দেবো তোমার শঙ্খ মালা
শঙ্খের আওয়াজ আমার কানে
যেনো ভালবাসার সুর হয়ে বাতাসের ভাসে,
তুমি শুধু একবার বলবে শুধু একবার ভালবাস আমায় ।

যদি আসে কানে তোমার মায়াবী কন্ঠের আওয়াজ
আমি ছুটে চলে আসবো সমুদ্রের উথাল পাথাল ঢেউয়ের মাঝে
কোন এক পিপাসিত পাখির রুপ ধরে ,
শুধু একবার , শুধু একবার বলবে শুধু একবার ভালবাস আমায় ।
941 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

4 মন্তব্য