এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 20 এপ্রিল 2015 20:37

চোখে জল গড়িয়ে আসে

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                
যখন দেখি নিরব মনে চোখের পানি ফেলছে 
কোন মহিয়ান কবি । 

চোখে জল নেমে আসে আমার 
যখন দেখি পড়ে আছে কবির ছবি 
কোন এক অগোছালো জায়গায় ।

যখন দেখি কবির দিকে ফিরে তাকায় না 
কোন সমাজ অধিপতি 
নেই বলে অর্থ বিত্তের ক্ষমতা ! 

চোখে জল গড়িয়ে আসে 
যখন কবির মায়া কান্নায় ভাসে কবিতার পাতা 
অথছ চোখে পড়ছেনা কারো । 
অসহায়ের মত কবি লিখে যাচ্ছেইত যাচ্ছে 
অথছ কলমের কালীর দাম আসেনা 
আসে শুধু হিংসা আর লাঞ্ছনার মোহ । 

কবি অসহায়ের মত লিখে যাচ্ছে কবিতা 
ফেরীয়ে সংসার আর পাড়ার কুচক্রের বেড়াজাল। 
যখন কবিতা আসে কবির মনে 
কবি হাতে তুলে কলম আর মুখে তুলে বুলি 
অথছ কবি পায় কি ! কটু কথা আর ব্যঞ্ছনা । 

কবি চাইলেও কিছু বলতে পারছেনা 
কারণ তাঁর বলা যে শুধু কলমের কালিতে 
কবিতার পাতায়, অন্য পথে শোভা পায়না ।
801 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

4 মন্তব্য