মঙ্গলবার, 21 এপ্রিল 2015 14:25

আমার গাঁও নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                ছায়া ঘেরা গাছ আছে
পুকুর ভরা মাছ আছে
পাখির ডাকে 
মন জুড়ানো
নিত্য সকাল সাঁঝ আছে।

কাজের ফাঁকে বটের ছায়
ইচ্ছে হলেই গাও জিরায়
কিচ্ছা বলার
সেই আসরে
মদন কুমার নাও ভিঁড়ায়।

মা-মেয়েতে তেল হাতে
তেল হাতে যায় তেলদিতে
বারান্দাতে
বসে বিধু
চুলের বেনি বেশ গাঁথে।

গ্রীষ্ম কালে গাঁয়ের মেলায়
মেতে উঠে লাঠির খেলায়
হাড়ি ভর্তি
মিষ্টি দেখে
মুচকি হাসে শশুড় বেজায়।

ছই উঠিয়ে গরুর গাড়ি
বউ চলেছে শশুড় বাড়ি
লাল শাড়ীটা
পড়া দেখে
ঘটক ব্যাটা নাঁচায় দাড়ি।

সন্ধ্যে হলেই উদাস বধু
পথচেয়ে রয় শুধুই শুধু
মিনসে কখন
ফিরবে বাড়ি
দাঁতে হাসি মুখের মধু।

ঝমঝমাঝম বৃষ্টি হলে
মধুর সুর টিনের চালে
খড়ের ঘরে
হরেক সুরে
দারুণ মজা সমান তালে।

গোছ রোপাণো দেরি হলে
সকল কৃষাণ মিলেজিলে
গোছাল পণের
কল্যাণেতে
গোছ রোপাণো সেরে ফেলে।

হামাল দিস্তায় পান থিতিয়ে
দাদা দাদী যায় চিবিয়ে
পুকুত করে
পানের পিকে
মাটির দেয়াল দেয় রাঙিয়ে।

খালে বিলে ঝিলে ভরা
ঝিলমিলে-রং ভরায় চড়া
ছলাৎ ছলাৎ
বয়ে চলে
ছোট্ট নদী মনটা কাড়া।

ফসল কাটার মসুম এলে
ব্যস্ত সকল ছেলে পুলে
আঁটির বোঝা
মাথায় নিয়ে
কৃষক চলে কোমর দুলে।

সন্ধ্যা বেলায় ডাক চইচই
হাঁসে গলা মিলায় যে ওই
হাম্বা ডেকে
সাম্বা নেচে
এঁড়ে ছুটে গেলো যে কই?

এমন সুন্দর আমার গাঁ
মনে চাইলে দেখে যা
হৃদ মাতানো
আমার গাঁয়ে
আসলে কভু ফিরবি না।            
            
952 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 08 মে 2015 13:27
শেয়ার করুন
মোঃ আবু সাইদ সরকার

জন্ম ১৯৬৯ সালে ১৩ই সেপ্টেম্বর। বাড়ী বগুড়া জেলার শেরপুর থানার বিশালপুর ইউনিয়নের বিরাকইর গ্রামে। পিতাঃ মৃত আব্দুস সোবাহান। মাতাঃ মৃত সুখীতন বিবি। ১৯৯২ সালে করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স সহ অর্থনীতিতে এম.এস.এস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় এসে সি.ইন.এড ও এম.এড ডিগ্রি লাভ করেন। বর্তমান একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র জীবন থেকেই ছড়া ও কবিতা লিখে সুনাম অর্জন করেন। ইতোপূর্বে তার বহু লেখা বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ"ঈল্লীয়িনে কিছুক্ষণ"।

মোঃ আবু সাইদ সরকার এর সর্বশেষ লেখা

8 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক EbnPIZZo শুক্রবার, 07 জুলাই 2023 14:27 লিখেছেন EbnPIZZo

    Action of niflumic acid on evoked and spontaneous calcium activated chloride and potassium currents in smooth muscle cells from rabbit portal vein viagra bottle

  • মন্তব্যের লিঙ্ক মোঃ আবু সাইদ সরকার রবিবার, 10 মে 2015 08:29 লিখেছেন মোঃ আবু সাইদ সরকার

    বাছাইকৃত লেখার মধ্যে নিজের লেখাটি দেখতে পেয়ে খুবই অানন্দিত হলাম।সেই সাথে যারা সুন্দর সুন্দর মন্তব্য করেছেন তাঁদের জানাই অশেষ ধন্যবাদ। কর্তৃপক্ষ কে অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা রইল।

  • মন্তব্যের লিঙ্ক হুমায়ুন আবিদ বৃহষ্পতিবার, 23 এপ্রিল 2015 12:49 লিখেছেন হুমায়ুন আবিদ

    যদি চাও একটু শান্তি
    ফিরে এসো আবার গাঁয়ে
    আমার গাঁয়ের মতোন সুন্দর
    এমন গাঁ কি আছে বিশ্বে।
    সুন্দর হয়েছে

  • মন্তব্যের লিঙ্ক মহ মনিরুজ্জামান বৃহষ্পতিবার, 23 এপ্রিল 2015 12:37 লিখেছেন মহ মনিরুজ্জামান

    খুব সুন্দর করে সুন্দরীর বর্ণন

  • মন্তব্যের লিঙ্ক দ্বীপ সরকার বৃহষ্পতিবার, 23 এপ্রিল 2015 09:56 লিখেছেন দ্বীপ সরকার

    ভালো হয়েছে এবং অনবদ্য।

  • মন্তব্যের লিঙ্ক সীমান্ত মুরাদ বুধবার, 22 এপ্রিল 2015 18:43 লিখেছেন সীমান্ত মুরাদ

    পল্লী গ্রামের সরলতার যে এক অতীব সুন্দর মিথ থাকে কবিতায় ব্যবহার করার জন্য তা আজকালকার হালের ষাড় কবি'রা ভুলেই গেছে , তাদের পুঁজি অবৈধ নারী প্রেমের কবিতা ৷ আমার ইচ্ছে করছে আপনার এই কবিতাটি তাদেরকে একবার করে পড়তে দিই ৷ কেননা তারা জানুক , পল্লীগ্রামের বাঙালা আছে ৬৫ ভাগ ৷

  • মন্তব্যের লিঙ্ক মোঃ আবু সাইদ সরকার মঙ্গলবার, 21 এপ্রিল 2015 15:28 লিখেছেন মোঃ আবু সাইদ সরকার

    অশেষ ধন্যবাদ প্রিয়কবি ভাই#সার্জেন্ট মোঃ নাজমুল কবির (অবঃ) শুধরে দেয়ার জন্য আরেকবার ধন্যবাদ।

  • মন্তব্যের লিঙ্ক সার্জেন্ট মোঃ নাজমুল কবির (অবঃ) মঙ্গলবার, 21 এপ্রিল 2015 14:54 লিখেছেন সার্জেন্ট মোঃ নাজমুল কবির (অবঃ)

    মুছকি হাসে শশুর বেজায়=মুচকি হাসে শশুড় বেজায়, এ লাইনটা দেখবেন, ছন্দের দোলায় দুললাম, বেশ ভালো কবিতা, অসাধারণ।

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.