এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 21 এপ্রিল 2015 14:25

আমার গাঁও নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                ছায়া ঘেরা গাছ আছে
পুকুর ভরা মাছ আছে
পাখির ডাকে 
মন জুড়ানো
নিত্য সকাল সাঁঝ আছে।

কাজের ফাঁকে বটের ছায়
ইচ্ছে হলেই গাও জিরায়
কিচ্ছা বলার
সেই আসরে
মদন কুমার নাও ভিঁড়ায়।

মা-মেয়েতে তেল হাতে
তেল হাতে যায় তেলদিতে
বারান্দাতে
বসে বিধু
চুলের বেনি বেশ গাঁথে।

গ্রীষ্ম কালে গাঁয়ের মেলায়
মেতে উঠে লাঠির খেলায়
হাড়ি ভর্তি
মিষ্টি দেখে
মুচকি হাসে শশুড় বেজায়।

ছই উঠিয়ে গরুর গাড়ি
বউ চলেছে শশুড় বাড়ি
লাল শাড়ীটা
পড়া দেখে
ঘটক ব্যাটা নাঁচায় দাড়ি।

সন্ধ্যে হলেই উদাস বধু
পথচেয়ে রয় শুধুই শুধু
মিনসে কখন
ফিরবে বাড়ি
দাঁতে হাসি মুখের মধু।

ঝমঝমাঝম বৃষ্টি হলে
মধুর সুর টিনের চালে
খড়ের ঘরে
হরেক সুরে
দারুণ মজা সমান তালে।

গোছ রোপাণো দেরি হলে
সকল কৃষাণ মিলেজিলে
গোছাল পণের
কল্যাণেতে
গোছ রোপাণো সেরে ফেলে।

হামাল দিস্তায় পান থিতিয়ে
দাদা দাদী যায় চিবিয়ে
পুকুত করে
পানের পিকে
মাটির দেয়াল দেয় রাঙিয়ে।

খালে বিলে ঝিলে ভরা
ঝিলমিলে-রং ভরায় চড়া
ছলাৎ ছলাৎ
বয়ে চলে
ছোট্ট নদী মনটা কাড়া।

ফসল কাটার মসুম এলে
ব্যস্ত সকল ছেলে পুলে
আঁটির বোঝা
মাথায় নিয়ে
কৃষক চলে কোমর দুলে।

সন্ধ্যা বেলায় ডাক চইচই
হাঁসে গলা মিলায় যে ওই
হাম্বা ডেকে
সাম্বা নেচে
এঁড়ে ছুটে গেলো যে কই?

এমন সুন্দর আমার গাঁ
মনে চাইলে দেখে যা
হৃদ মাতানো
আমার গাঁয়ে
আসলে কভু ফিরবি না।            
            
963 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 08 মে 2015 13:27
শেয়ার করুন
মোঃ আবু সাইদ সরকার

জন্ম ১৯৬৯ সালে ১৩ই সেপ্টেম্বর। বাড়ী বগুড়া জেলার শেরপুর থানার বিশালপুর ইউনিয়নের বিরাকইর গ্রামে। পিতাঃ মৃত আব্দুস সোবাহান। মাতাঃ মৃত সুখীতন বিবি। ১৯৯২ সালে করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স সহ অর্থনীতিতে এম.এস.এস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় এসে সি.ইন.এড ও এম.এড ডিগ্রি লাভ করেন। বর্তমান একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র জীবন থেকেই ছড়া ও কবিতা লিখে সুনাম অর্জন করেন। ইতোপূর্বে তার বহু লেখা বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ"ঈল্লীয়িনে কিছুক্ষণ"।

মোঃ আবু সাইদ সরকার এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

8 মন্তব্য