এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 10 ফেব্রুয়ারী 2015 06:36

জেগে উঠো নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                কবিতা জেগেছে বর্ম হাতে
বল্লম হাতে প্রহরী।
cকান্নারা আজ জমিয়ে তুলেছে
কোরাস সুরের লহরী।
নিঃশ্বাসে উঠে গরম হাওয়া
চরম প্রতিশোধে,
চির ধরেছে স্থির থাকা ঐ
অস্থির নিরহ বোধে।
হই হই হই জেগে ওঠো এই
অস্পৃশ্য মানবের ডাকে,
বোধিতে হবে চারিদিকে আজ
যেসব দানবে হাঁকে।
খুঁটে খুঁটে আজ ভিটেমাটি হতে
জঞ্জাল করো জড়ো।
চিতায় তুলে জানোয়ার সব
এক এক করে পুড়ো।
ডঙ্কা বাজিয়ে তলোয়ার হাতে
তাজিয়া সাজে সাজো।
তাক করো সব পিচাশ যারা
বাংলায় ঘুরে আজো।
দুনিয়া যখন জোড়কদমে চলেছে
সভ্য স্বর্গে,
বাংলা কেনো হুমড়ি খেয়ে স্বজন
খুঁজবে মর্গে?
আয়রে আয় কৃষাণেরা সব হালেরf
পান্টি ধার দে,
কলমের কথা শোনে না কেউ পান্টির
গোড়ায় সার দে।
জাগোরে জাগো নবীন প্রবীন
একাত্তর তেজী রক্ত,
নরমের কাছে যম সম ওরা
শক্তের কাছে ভক্ত।            
            
1392 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 23 নভেম্বর 2020 22:27
শেয়ার করুন
মোঃ আবু সাইদ সরকার

জন্ম ১৯৬৯ সালে ১৩ই সেপ্টেম্বর। বাড়ী বগুড়া জেলার শেরপুর থানার বিশালপুর ইউনিয়নের বিরাকইর গ্রামে। পিতাঃ মৃত আব্দুস সোবাহান। মাতাঃ মৃত সুখীতন বিবি। ১৯৯২ সালে করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স সহ অর্থনীতিতে এম.এস.এস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় এসে সি.ইন.এড ও এম.এড ডিগ্রি লাভ করেন। বর্তমান একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র জীবন থেকেই ছড়া ও কবিতা লিখে সুনাম অর্জন করেন। ইতোপূর্বে তার বহু লেখা বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ"ঈল্লীয়িনে কিছুক্ষণ"।

মোঃ আবু সাইদ সরকার এর সর্বশেষ লেখা

7 মন্তব্য