এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 10 ফেব্রুয়ারী 2015 08:15

সোজা প্রেম

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                

তোমার প্রেমেতে পড়া হয় যদি ভুল,  
ত্রি-জনম রাজি আমি দিতে সে মাশুল।  
তোমার ভাবনা যদি 
দানে অশ্রুর নদী, 
দ্বিধাহীন গ্রহিতে তা রহিব ব্যকুল।  
ভাসাবো নিজেরে সেই পাথারে অকূল॥ 
স্বপ্নের দামে যদি বিঁধে বুকে তীর, 
কলজেটা তাক করে রহিব অধীর।
তোমারে পাবার তৃষা  
বিষ দানে দিবা নিশা, 
পিয়ে তাই গলা-তক হাসিব অথির। 
মরণে দমে না নেশা মিলন মদির॥ 
তুমি রবে, না হারাবে, সে কথা তোমার। 
আমি জানি মিশে তুমি শোণিতে আমার।
তোমাতে বিলীন বলে  
দহে যদি ব্যথানলে,  
সে চিতায় চিত্ ঠেলে ঘোষিব শ'বার। 
সোজা প্রেম ধারে নাকো পরিণামে ধার।

1124 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 10 ফেব্রুয়ারী 2015 23:20
শেয়ার করুন
আহমেদ দীন রুমি

খুঁজতে এসো না বৃথা, দিনশেষে পাবে নাকো থই, আর যাই হই আমি, তোমাদের ফটোকপি নই।

আহমেদ দীন রুমি এর সর্বশেষ লেখা

10 মন্তব্য