রবিবার, 26 এপ্রিল 2015 14:26

ব্যথার গান

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                যেদিন থাকবো না আর মৃত্তি কায়ায়
এই পৃথিবীর মায়ার ছায়ায়।
ঘুমিয়ে যাবো চির তরে
অন্ধকারের কঠিন ঘরে।
থাকবে না আর মান অভিমান
ডাকবো না আর প্রিয়া বলে।
বুঝবে সেদিন তোমার কী দোষ?
দেখবে চেয়ে চেনা পথে
আমার প্রেমের বাঁশি বাঁজে
খুঁজবে আমায় জীবন দিয়ে
পাইবে নাকো পাইবে না 
এমনি করে এই আমাকে।

আমার সুখের যত হাসি
দিয়ে গেলাম তোমার তরে।
যেদিন সুখের দোলনায় দুলতে গিয়ে
হঠাৎ যাবে ধূলোয় পড়ে,
সুখের স্বপন হবে যে ম্লান
বুঝবে সেদিন তোমার কী দোষ?
দেখবে চেয়ে চারি দিকে 
কত স্মৃতির মশাল জ্বলে,
খুঁজবে আমায় জীবন দিয়ে 
পাইবে নাকো পাইবে না 
এমনি করে এই আমাকে।

আমার বুকের যত ব্যাথা
দিয়ে গেলাম ফুলের বুকে।
যেদিন তুলবেগো ফুল বিধঁবে কাঁটা
ঝরবে রক্ত পাবে ব্যাথা,
ফুলের গন্ধ হবে যে ভুল
বুঝবে সেদিন তোমার কী দুষ?
দেখবে চেয়ে শুণ্য খাঁচা 
পাখি নেই যে আছে কথা,
খুঁজবে আমায় জীবন দিয়ে
পাইবে নাকো পাইবে না
এমনি করে এই আমাকে।

আমার চোখের যত অশ্রু 
দিয়ে গেলাম নদীর জলে।
যেদিন ভাসাইবে আশার তরী
উঠবে গো ঝড় ডুববে সবি,
জীবন হবে মৃত কায়া
বুঝবে সেদিন তোমার কী দুষ?
দেখবে চেয়ে মোর সমাধি
পড়বে লুটায়ে কাঁদবে একা, 
খুঁজবে আমায় জীবন দিয়ে
পাইবে নাকো পাইবে না 
এমনি করে এই আমাকে।            
            
970 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 26 এপ্রিল 2015 18:33
শেয়ার করুন
হুমায়ুন আবিদ

হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।

হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা

5 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.