এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 27 এপ্রিল 2015 11:50

জোস্না ধোয়া জুঁই নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                মরুর ফোটা জুঁই
কোথায় ছিলি তুই?
এমন মদির জোস্না রাতে
তন্দ্রাহারা চাঁদের সাথে
সব ঘুমালেও ঘুমাস নি যে তুই।
তোরি সুবাস মাধুরীতে
হুদহুদেরা গজলে মেতে
আগলে রেখেছে পাথর মরু ভুঁই।
ইচ্ছে করে হাত বুলিয়ে তোরে আদর করি 
জোস্না ধোয়া রূপোর দেহ একটুখানি ছুঁই।            
            
1242 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 06 সেপ্টেম্বর 2020 14:13
শেয়ার করুন
মুজিবুর রহমান মুনীর

নিজের কাছে নিজেরে অচেনা যে।

মুজিবুর রহমান মুনীর এর সর্বশেষ লেখা

4 মন্তব্য