সোমবার, 27 এপ্রিল 2015 23:53

ফিরবোনা আর ফিরবোনা

লিখেছেন
লেখায় ভোট দিন
(5 টি ভোট)
                যদি চলে যাই শোন প্রিয় আমি আর ফিরবোনা ।
তোমার প্রাণে আর দিবোনা আমার বাঁকানো দৃষ্টি
কখনও বলবো না তোমার ছলা কলার কথা,
গাইতে যাবোনা তোমায় নিয়ে নতুন কোন গান ,
আর খুঁজবো কোন কবিতা আমার এ হাতে প্রিয় ।

যাবার আগে জানতে ইচ্ছে করে কেমন আছ তুমি ?
কি সুখে আছো নাকি আমার মতো দুঃখের পাল তোলা নদী পাড়ি
দিচ্ছো নাম না জানা কোন এক অজানা পথে বসে ?
খুব জানতে ইচ্ছে করে প্রিয় খুব জানতে ইচ্ছে করে ।

আমার যাবার সময় হয়েছে এবার আসবো না আর ফিরে
শুধু বলি তোমাকে যদি কখনো মনে পরে আমায়,
নাম বলে ডাক দিও ।
আমি যদিও ফিরে না আসি
তবে আমার এ হিয়া আসবে ফিরে তোমার ডাকে ।
মনে পড়লে ডাক দিও প্রিয় ডাক দিও ।

বলি শোন,
তোমাকে ভালবাসি কত আকাশে তাঁরা আছে যত ,
রাশি রাশি এখন আর চাইলেও কাছে পাবোনা
আমি যে একা এই একলা পথের যাত্রী ।
চলে যাবো যে ফেলে তোমায়
চাইলেও ফিরবোনা প্রিয় চাইলো ফিরবোনা ।

এখন আর অপেক্ষা করতে হবেনা আমার জন্যে
গভীর নিশীথে বসে খাবারের বাসন সামনে রেখে ।
জাগতে হবেনা তোমাকে খুব সকাল সকাল ।
গুছিয়ে রাখতে হবেনা তোমার,
আমার সব জামা কাপড় অফিসে যাবো বলে।
আমি যে চলে যাবো প্রিয় ফিরবোনা আর ফিরবোনা ।

এখন রাগ করে চলে গেলেও ডাকতে যাবোনা
বলতে যাবোনা এবারের মত ক্ষমা করো আমায়
আর ভুল হবেনা তোমার অমতে হবেনা আর কিছু
আমি যে চলে যাব প্রিয় চলে যাবো ।
অনেক বার হাজার বার লক্ষ বার কোটি বার
ডাকলেও ফিরবোনা আর ফিরবোনা আমি আর ফিরবোনা ।


794 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 28 এপ্রিল 2015 00:29
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

5 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.