মঙ্গলবার, 28 এপ্রিল 2015 17:51

জনমের ব্যথা

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                বেজেছিল সানাই আনন্দের সুরে ধুমধামে ছিল সারা বাড়ী , 
বুঝিনি আমার আদরের সন্তান যাবে বুঝি আমায় ছাড়ি ।
কত কথা আদরের সন্তানের আসে শুধু ভেসে
সন্তান বুঝি চলে যাবে এবার অন্য রুপের বেশে ।

যদিও আছে হাসি আমার সর্ব লোকের মাঝে ,
আমি বড় অসহায় হবো , কে থাকবে আমার পাশে ?
যে দুই কন্যা ছিল আমার ঘরে মায়ার বাতি
তারা বুঝি চলে গেল, আছি পড়ে একাকী ।

কত স্বপ্ন ছিল জীবনে আমার কত ছিল আশা ,
দুই কন্যার মাঝে আমার হবে সুখের বাসা ।
সারা দিন থাকবো হৈ–হুল্লোতে নাতি নাতনীদের নিয়ে ,
কে জানে দূর পথে আমার তাকিয়ে থাকতে হবে ,
দেখতে হবে তাদের গিয়ে ।

এখন আমি একা, একাই কাটাই দিন
মাঝে মাঝে কানে আসে কন্ঠ আমার আদরের কন্যাদের ,
বাবা তুমি কেমন আছো কেমন কাটছে দিন ?
বলি বাবা ভালো কাটছে , অন্তরে কান্নার বীণ ।

দিনের আলো আসে যখন লাগে তখন ভালো
এ পথ থেকে ও পথে ঘুরি লাগে অনেক ভালো ।
দিনের শেষে আসে যখন রাত্রির অন্ধকার
আমার বুকে জমতে থাকে স্মৃতিরও পাহাড় ।

পড়ে থাকি একা পাইনা কারো দেখা
মাঝে মাঝে দেখতে আসে শোধ করতে তাদের ঋণ ।
যে কথা বলার ছিল আদরের কন্যাদের সাথে আজ তারা দূরে
কথা বলি চাঁদের সাথে , প্রকৃতির সাথে, কবির কবিতার সাথে,
ভাবতে ভাবতে কেটে যায় আমার দিন ।

776 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 28 এপ্রিল 2015 20:48
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

এই বিভাগে আরো: « শেয়ালের বুদ্ধি ভুল »

7 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.