মঙ্গলবার, 10 ফেব্রুয়ারী 2015 23:55

মৌলের যোজনী

লিখেছেন
লেখায় ভোট দিন
(5 টি ভোট)
                

আয় কপা মার সিল হাই ফ্লোরি
সোডি পটা গোল্ড ব্রোমি ক্লোরি।...........এক-যোজী।
আয় অক্সি কার কপা টিন জি ক্যাল ক্যাড
বেরি মার ম্যাগ সাল ম্যাংগা কো লেড।....দ্বি-যোজী।
আয় এন্টি নাই বিস অ্যালু আর্স
ফস বোর ক্রোমি গোল্ড।....................ত্রি-যোজী।
ম্যাংগা সাল সিলি লেড
কার্ব টিন ক্রোমি গোল্ড।.................চতুর্থ-যোজী।
আর নাই এন্টি ফস ভ্যানা।..............পঞ্চম যোজী।
দুই চার ছয় যোজী সালফার সকলের জানা।
আরও কিছু জানার আছে আস আর ইক
এগুলো মনে রেখো মাথা রেখো ঠিক।

2064 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 11 ফেব্রুয়ারী 2015 00:00
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

এই বিভাগে আরো: « মা বিহনে তোমার »

7 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক expalay মঙ্গলবার, 19 ডিসেম্বর 2023 03:47 লিখেছেন expalay

    online cialis Coculture and video time lapse microscopy

  • মন্তব্যের লিঙ্ক JVyGXteK রবিবার, 02 জুলাই 2023 16:42 লিখেছেন JVyGXteK

    After the what blood pressure medication cause dry eyes dust cleared, the stunned Eye of Wisdom believers found a mysterious woman in gray robe, black hair, and silver eyes floating quietly above the altar, looking at the girl s body kitty cat viagra pill Also, women who exercised the equivalent of four hours per week over the past 10 years were also at approximately 30 percent lower risk of breast cancer

  • মন্তব্যের লিঙ্ক আনামিয়া শনিবার, 14 ফেব্রুয়ারী 2015 22:49 লিখেছেন আনামিয়া

    বিশেষ জ্ঞান আমার নেই, তাই ভাব বুঝলাম না । তবে ভাষার যাদু বুঝেছি

  • মন্তব্যের লিঙ্ক নাহিদুর রহমান( নাহিদ) বৃহষ্পতিবার, 12 ফেব্রুয়ারী 2015 10:45 লিখেছেন নাহিদুর রহমান( নাহিদ)

    একাউনটংএর ছাত্র
    বিজ্ঞান নাহি ভাল বুঝি
    তবুও কবিতায় আমি
    ভালো পেলাম খুঁজি।

  • মন্তব্যের লিঙ্ক মহ মনিরুজ্জামান বুধবার, 11 ফেব্রুয়ারী 2015 02:02 লিখেছেন মহ মনিরুজ্জামান

    ভালো লিখেছেন গুরুজি

  • মন্তব্যের লিঙ্ক আহমেদ দীন রুমি বুধবার, 11 ফেব্রুয়ারী 2015 01:45 লিখেছেন আহমেদ দীন রুমি

    অসাধারণ লাগলো।

  • মন্তব্যের লিঙ্ক মোঃ নাজমুল কবির বুধবার, 11 ফেব্রুয়ারী 2015 00:14 লিখেছেন মোঃ নাজমুল কবির

    সকলের কাছে বিনীত অনুরোধ, এখানে সকলে সকলের লেখা পড়বেন, বানান ভুল থাকলে দেখিয়ে দেবেন, পারলে সংশোধনের জন্য পরামর্শ দেবেন। আমরা কেউ মহামানব নই। তাই ভুল হতেই পারে। কেউ অন্য গ্রুপে এ ওয়েবে পোস্টের পর লেখা পোস্ট করলে লিঙ্ক দিয়ে দেবেন। তাহলে লেখা চুরি করার সাহস পাবে না।

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.