এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 29 এপ্রিল 2015 11:50

ক্ষমতার বুনো ঘোড়সওয়ারকে বলছি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                তুমি এখন ক্ষমতার পাগলা ঘোড়ায় আসীন
নিজেরে ভাবতে পার রাজাদের রাজা
শাসন শোষণ অত্যাচারে রশি তোমার হাতেই 
ইচ্ছে হলেই ‘দে ছুট’ বাঁকা কিংবা সোজা
ছড়ি মেরে হুড়রে রে দাবড়িয়ে বেড়াতে পার
তোমার স্বেচ্ছাচারী শখের বুনো ঘোড়া।

দিগন্ত ছায়া, মায়া মরীচিকা ধূলির মেঘ 
তোমার অলীক স্বপ্নে এনে দিতে পারে ভ্রষ্টাবেগ 
লক্ষ্যচ্যূত উল্কার গতি, নষ্টমতী ঝড়ের বেগ
উন্মাদনায় ভুলে তুমি যেতে পার দিগ্বিদিক
ধাঁধাঁর চোখে ধরাকে সরা মনে হতে পারে।
ক্ষমতার বুনো ঘোড়া এখন তোমার কব্জায় 
জনতা মাড়িয়েই চলবেস্বেচ্ছাচারী শখের মহড়া।

তবে জেনে রাখা ভাল, সময় ও ক্ষমতার ঘোড়া 
বেশিদিন কারও কব্জা মানে না ওরা; বড় নির্দয়
একবার পীঠ ফসকালেই- ডোবা কিংবা নর্দমায়
অথবা গড়াতে গড়াতে চিৎ জনতার ধূলি পায়।            
            
6240 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 06 সেপ্টেম্বর 2020 14:13
শেয়ার করুন
মুজিবুর রহমান মুনীর

নিজের কাছে নিজেরে অচেনা যে।

মুজিবুর রহমান মুনীর এর সর্বশেষ লেখা

9 মন্তব্য