এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 30 এপ্রিল 2015 09:45

আমার পণ

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                আমি মানব রূপে এসেছি একবার 
আসবো না বারবার
হে প্রভু, হে ঈশ্বর, হে ভগবান 
দাও মোরে শক্তি অফুরান 
যেনো হায়েনার কালো হাত 
ভেংগে করে চুরমার 
চির মহাসত্যে রবি উঠাতে পারি আরবার। 

আমি হতে চাই ত্রাস 
যেন আমার ভয়ে কাপে অন্যায়কারীর হাত 
মিথ্যা, ভয় করে বরদাস্ত
সত্যের আস্ফালনে যেন ভাংগতে পারি 
শয়তানের রাজপ্রাসাদ। 

আমি হতে চাই সত্যের কান্ডারী 
প্রজ্জ্বলিত শান্তির মশাল 
পাপ তাপ দূর করে 
আনতে চাই পবিত্রতার বান 
ধর্ম নিয়ে যারা করে বাড়াবাড়ি 
খুলে ব্যবসার দ্বার 
তাদের শুদ্ধ করে বানাতে চাই সত্যের চাঁন। 

আমি হতে চাই সুন্দরের পূঁজারি
গাহিতে চাই সাম্যের গান। 
সব যুদ্ধ হানাহানি বন্ধ করে
জ্বালাতে চাই শান্তির মশাল। 
বিশ্ব জুড়ে শোনাতে চাই 
মানবতার জয় গান। 

আমি হতে চাই প্রেম 
চঞ্চলা মেয়ের স্বপ্নের তান। 
অপমান-অপবাদ করিয়া ভ্রুক্ষেপ 
দ্রোহ বুকে জাগাতে চাই শান্তির গান। 
জানিয়ে দিতে চাই বিশ্বময়
প্রেমই মহান।

আমি হতে চাই ঝড় 
কালবৈশাখীর তান্ডব 
আঘাতে, আঘাতে 
লন্ডভন্ড করতে চাই পাপের ঘর ।
অহংকারের রাজপ্রাসাদে জ্বালিয়ে অনল
পূণ্যতার জোয়ারে ভাসাতে চাই বিশ্বময় ।

আমি হতে চাই সৃষ্টি 
নব তারণ্যের জয়গান। 
পুরাতন জীর্ণতা পবিত্রতায় মুছে
জাগিয়ে তুলতে চাই, 
নিষ্প্রাণ প্রাণে বিদ্রোহের গীতি 
উল্লাসে ভাসাতে চাই মিথ্যার কৃষ্টি। 

আমি হতে চাই অশান্ত 
শান্ত সমুদ্রের বুকে উত্তাল ঘুর্ণি। 
মুহু মুহু বাজাতে চাই ধ্বংসের বাঁশি
উপড়ে ফেলে লাঞ্চনা বঞ্চনার ঘর বাড়ী 
জাগাতে চাই মানবতার দিনমনি 
শুদ্ধতার চাদরে ঢাকতে চাই সকল গ্লানি। 

আমি হতে চাই সৃষ্টি 
তালে গানে খেয়ালে রাখতে চাই দৃষ্টি। 
অনিয়মের বাঁধ ভেংগে 
যারা উম্মাদনায় কাটায় রাত্রি ।
সুদ-ঘুষ, রাহাজানিতে সব করে জিম্মি 
তাদের শুদ্রে বানাতে চাই পবিত্রতার মুর্তি ।

আমি কবি লিখি ভাই সত্যের গান 
আমায় দেখলে সমাজ পতিরা হয়ে যায় অজ্ঞান। 
আমার নামে কুৎসা রটাতে দিন রাত থাকে তারা সজ্ঞান।
যারা ভীরু, কাপুরুষ নেই হিম্মত গাইতে সত্যের গান 
তাদের কাছে মিনতি আজ 
সময় থাকতে হও সাবধান।            
            
6572 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 30 এপ্রিল 2015 11:02
শেয়ার করুন
হুমায়ুন আবিদ

হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।

হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

8 মন্তব্য