এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 02 মে 2015 22:14

ধূসর ভাবনা

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                হঠাৎ ভাঙিল ঘোর, তুমি পাশে নাই। 
স্বপ্ন যা ছিলো বুকে, 
জলে গেছে একে একে; 
দু-মুঠে আকড়ে আছি শুধু স্মৃতি ছাই। 
আঁখি বুজে নেহারিনু খোয়া গেছে ঠাই। 
শেলসম বিঁধে হৃদে ফেলে আসা দিন। 
পথ চলা পাশাপাশি, 
আঁসু-তৃষা, মান-হাসি
 বেপরোয়া বুক জুড়ে বিরাম বিহীন। 
কলজে কোণায় হাকে ব্যথা চিন চিন।
কী করে ভুলিলে প্রিয়া কৃত সে শপথ? 
ছায়াসম পাশে রবে
 ইহভবে, পরভবে 
কেন তবে বদলালে আপনি স্বপথ? 
ভেবেও আর্তনাদে মন মরুবৎ।  
জানিনা কতটা সুখী রেখে মোরে দূর। 
একা বসে ভাবি তবু,
তুমিও কি খুঁজো কভূ?
 হয়তো না, আজ তোমা সুখের দুপুর। 
যে রাত দিয়েছ জানি মোর নেই ভোর।            
            
927 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আহমেদ দীন রুমি

খুঁজতে এসো না বৃথা, দিনশেষে পাবে নাকো থই, আর যাই হই আমি, তোমাদের ফটোকপি নই।

আহমেদ দীন রুমি এর সর্বশেষ লেখা

4 মন্তব্য