এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 03 মে 2015 16:08

অতিকবির কাব্যচিন্তা

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                কবি হওয়া নাকি দারুণ সস্তা, 
লিখলেই হলো গোটা দু দিস্তা, 
প্রেম, ফ্রেম, গরু, বাদাম-পেস্তা 
যাই হোক কিছু নিয়ে।
 শব্দের ঘায়ে নড়লে দন্ত,
 লেখা সার্থক ও প্রাণবন্ত,
 অর্থে থাকুক সর্বস্বান্ত; 
  সেই সেরা সবচেয়ে।
 ইচ্ছেমতন ভাবনাগুচ্ছ
 নাচবে খাতায়, নাড়বে পুচ্ছ, 
লাফাবে কলম গয়ংগচ্ছ,
 সে কঠিন নয় কিছু। 
রবি,নজরুল, দাশ বা দত্ত
 হতে কতোদিন নিলে এ তত্ত্ব? 
কালিদাস তক দেখে বীরত্ব
 ঘাড় করে যাবে নিচু।
 কবিতা হয়না কাজেই গণ্যি, 
বৃথা সবে করে ধন্যি ধন্যি। 
সত্যি বলতে অমন পণ্যি
 লেখা যায় প্রতিদমে।
 লিখিনা, কারণ সময় স্বল্প,
 চাকুরি, আড্ডা ও কতো বলবো? 
তাছাড়া কলমে গোছাতে কল্প 
ডুবে যাই খালি ঘুমে।।            
            
702 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আহমেদ দীন রুমি

খুঁজতে এসো না বৃথা, দিনশেষে পাবে নাকো থই, আর যাই হই আমি, তোমাদের ফটোকপি নই।

আহমেদ দীন রুমি এর সর্বশেষ লেখা

7 মন্তব্য