এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 03 মে 2015 18:23

একেলা পথিক

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                একেলা পথিক

অসময়ে ঝরে যায় বাদলো বরষা
পথে-ঘাটে নাহি বুঝি কোনো ভরসা ।
চৈতির আজি খর-ঝর মরমর দিনে
ডুবিতেছে গগন কালো-কালো মেঘে ।
কেমনে চলিবে পথ পথিক একেলা
চারিপাশ বৈশাখী ঝড় করিতেছে খেলা ।
শূণ্য নদী,খালি তরী,ধূ-ধূ করে ঘাট
দেখা যায় অদূরে বাঁকা পথের বাঁট ।
কোথায় গেল আজি কোকিলের ডাক
আকাশে উড়িতেছে শুকনো পাতার ঝাঁক ।
আসিতেছে ধেঁয়ে পশ্চিমের ঘন ঝড়
কাঁপিতেছে ঘর-বাড়ি উঠোনে থর-থর ।
কেমনে চলিবে পথ পথিক একেলা
চারিপাশ বৈশাখী ঝড় করিতেছে খেলা ।
কাহারে সুধায় আমি কাহারে যে কই
পথে-ঘাটে কাঁদা পানি তা থৈই-থৈই
প্রকৃতি মাঝে বহিতেছে আজ বৈশাখী বাও
একেলা পথিক পথের মাঝে যাও নিয়ে যাও ।            
            
864 বার পড়া হয়েছে
শেয়ার করুন
সুজন হোসাইন

নাম:সুজন হোসাইন,পিতার নাম:নাঈম উদ্দীন,নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে আমার জন্ম পোস্ট :নারায়ণপুর-৬২২০। জন্ম তারিখ :০৭/১০/১৯৯৩ মোবাইল:01755178188, আমি ২০১০ সালে এস.এস.সি পাস করি এবং ২০১২ সালে এইচ.এস.সি পাস করি ।বর্তমানে ডিগ্রি বি.এস.এস পড়াশোনা করছি ॥কবিতা লিখা হাতে খড়ি আমার স্কুল জীবন থেকে ।কবিতা পড়তে আমার খুব ভালো লাগে ।তাই সাহিত্য চর্চা করি ।

সুজন হোসাইন এর সর্বশেষ লেখা

8 মন্তব্য