মঙ্গলবার, 05 মে 2015 19:14

শত বছর পর

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                যদি কোনো দিন
চলে যাই মরণ
পারের অচীন পুরে ॥

ডেকো না আমায়
সূর্যস্নানে নীল জলে
বিরহ বীণার সুরে ॥

খুঁজে দেখ আমায়
পাবে শিশির কণায়
সবুজ প্রকৃতি ছায় ॥

শতাব্দীর পর শতাব্দী
যোজন-যোজন বছর
থাকবো চেয়ে অধরাই ॥

কবে কখন ডাকে
বসন্ত কুহু সুরে
অশ্রু ভরা চোখে ॥

শত প্রেমিক হৃদয়
গাইবে সুখ গীত
তব প্রেমো সুরে ॥

শত বছর পরেও
পাবে দেখতে আছি
এই পৃথিবীর 'পরে ॥            
            
658 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 05 মে 2015 22:08
শেয়ার করুন
সুজন হোসাইন

নাম:সুজন হোসাইন,পিতার নাম:নাঈম উদ্দীন,নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে আমার জন্ম পোস্ট :নারায়ণপুর-৬২২০। জন্ম তারিখ :০৭/১০/১৯৯৩ মোবাইল:01755178188, আমি ২০১০ সালে এস.এস.সি পাস করি এবং ২০১২ সালে এইচ.এস.সি পাস করি ।বর্তমানে ডিগ্রি বি.এস.এস পড়াশোনা করছি ॥কবিতা লিখা হাতে খড়ি আমার স্কুল জীবন থেকে ।কবিতা পড়তে আমার খুব ভালো লাগে ।তাই সাহিত্য চর্চা করি ।

এই বিভাগে আরো: « পড়ছে মনে প্রার্থনা »

5 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.