এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 06 মে 2015 21:37

ষোড়শী

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                ছোট্ট পুষকুনির বুকটা
সবুজ ছায়ায় ভরে গেছে।
অবাধ্য পাতিহাঁসগুলো
কিছুক্ষণের জন্যে স্থির
জলরাশির ক্লান্তি অবসাদে।
একাকীত্বের সরোবরে নির্বাক
কাষ্ঠবৃক্ষ ঝীম ধরা হিরণ্যাক্ষ।

দখিন সমীরণে বাতায়ন খুলে
চেয়ে আছি ঐ হিজল ডালে।
মেহগনির মরা কাষ্ঠের ওপর
শ্যামলা বর্ণের ষোড়শী মেয়ে
চেয়ে কোন্ অজানায়?
তার দৃষ্টির চাঁহনি মনে
ইন্দ্রজাল বুঁনে যায়।            
            
741 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 06 মে 2015 22:02
শেয়ার করুন
সুজন হোসাইন

নাম:সুজন হোসাইন,পিতার নাম:নাঈম উদ্দীন,নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে আমার জন্ম পোস্ট :নারায়ণপুর-৬২২০। জন্ম তারিখ :০৭/১০/১৯৯৩ মোবাইল:01755178188, আমি ২০১০ সালে এস.এস.সি পাস করি এবং ২০১২ সালে এইচ.এস.সি পাস করি ।বর্তমানে ডিগ্রি বি.এস.এস পড়াশোনা করছি ॥কবিতা লিখা হাতে খড়ি আমার স্কুল জীবন থেকে ।কবিতা পড়তে আমার খুব ভালো লাগে ।তাই সাহিত্য চর্চা করি ।

সুজন হোসাইন এর সর্বশেষ লেখা

4 মন্তব্য