এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 07 মে 2015 11:00

অদৃশ্য হাতের ছোঁয়া (আটপদী) নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                অদৃশ্য হাতের ছোঁয়া

সবুজ সীমানা বুকে বেদনার ভাষা
মৌলিক বিশ্বাস-নদে উজানের ছবি
নৈতিক খড়ার কোলে ধ্বংসে কাঁদে আশা।

অসুর ছোবলে ঘুম, কেড়ে নিল, রাজা
নীতির দাফন শেষে ব্যঙ্গ হাসে চাঁদ 
শিশুর সহজ প্রাণ হল ভাঁজা ভাঁজা।

দখিনা হাওয়ার সুখে কোকিলেরা ডাকে
অদৃশ্য হাতের ছোঁয়া মুক্তি-ছবি আঁকে।            
            
841 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 21 জানুয়ারী 2021 22:12
শেয়ার করুন
কে এম আলাউদ্দীন

কে এম আলাউদ্দিন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার অম্বিকাপুর গ্রামে পহেলা মে ১৯৫৩ ইং সনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুল হামিদ মিয়া, মাতা মরহুমা রাবেয়া খাতুন। ৩ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি সকলের বড় । শৈশবকাল হইতেই তিনি লেখা প্রতি ঝোঁক ছিল। তিনি বরিশাল এপেক্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হতে ডি.এইস.এম.এস. ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ৫০ সহস্রতমিক পদ্ধতিতে হোমিওপ্যাথি চিকিৎসা করে আসছেন। সদা হাস্যোজ্জল ব্যক্তি তিনি। আলোর মুখোমুখি নামে তার একটি কবিতার বই ১৯৮৫ সনে প্রকাশিত হয়েছিল। বর্তমানেও তিনি নিয়মিত ভাবে লিখে চলেছেন, সাহিত্যের একজন সেবক হিসেবে এখনও তিনি সক্রিয়। তিনি বর্তমানে ৭৭৫, সদর রোড, শাকুর ম্যানসন (ক্যাপ্টেন নজিব উদ্দিন ক্লিনিক সংলগ্ন) বরিশাল শহরে বসবাস করছেন।

কে এম আলাউদ্দীন এর সর্বশেষ লেখা

3 মন্তব্য