এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 07 মে 2015 13:24

দৃশ্যপট-১

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                ভাবতেও নেমে আসে 
  চোখ ফেটে কান্না।
দেখলাম কাল প্রাতে,
 শাহবাগ ফুটপাতে 
শিশু ঘুমে খালি গা-তে, 
     মা করছে রান্না।
জীবিত থেকেও যেনো
     একোন জীবন না।
শিশুর গতর ভরা 
   নিদারুণ ময়লা। 
আছাটা সে চুল-নখ 
ঘোলা খুব, নেই ঢক। 
মা'র শাড়ী মাথা তক
    কালি আর কয়লা।
দোযখের ধোঁয়া যেনো 
  চায় খেতে পয়লা।
আচমকা চেয়ে শিশু 
   উঠে যেনো গুমড়ে, 
মা বেচারী ছুটে এসে 
তুলে নেয় বাহুপাশে,
 দুজনারই চোখ ভাসে
    নোনাজল কামড়ে। 
মা বুঝি খোদারে পুঁছে
 "কোথা ছিলো ভ্রম রে"?
 দেশ নাকি উন্নত, 
        জনগণ তুষ্ট। 
এরা তবে কোন দল? 
পড়ে থাকে অবিরল, 
নাগরিক না কেবল 
     সমাজ উছিষ্ট?? 
ভেবে মাথা নিচু হয়,
   বিবেক আড়ষ্ট॥            
            
687 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আহমেদ দীন রুমি

খুঁজতে এসো না বৃথা, দিনশেষে পাবে নাকো থই, আর যাই হই আমি, তোমাদের ফটোকপি নই।

আহমেদ দীন রুমি এর সর্বশেষ লেখা

10 মন্তব্য