এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 08 মে 2015 19:02

চিঠি-০৩

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                চিঠি-০৩


যুথি,জানি তুমি ভালো নেই!
অনেক বদলে গেছো;
হয়েছে কিছু পরিবর্তন ।
সেই কবে তোমাকে দেখেছিলাম
নবান্নের উত্সবে জলসিঁড়ি
নদীর ধারে;ঝাউবনের পাশে ।
সেদিন চৈতির পড়ন্ত বিকেলে
হঠাত্ তোমাকে দেখে একটু
অবাকই হলাম;বিস্মিত হইনিও কম ।

চোখের নিচে কালি জমে গেছে
মনে হয় অনেক রাত না ঘুমিয়ে
সকালের সূর্য উদয় দেখেছো ।
মুখটা কেমন শুকিয়ে গেছে;
হাসলে আর গালে টোল পড়েনা ।

নীল কপালের ভাঁজে জোনাকির
মতন কালো টিপ পরোনা ।

মনের ভিতর প্রশ্ন জাগলো---
যাকে ভালোবেসে বুকে
নিয়েছিলে সেও কি--------?
না থাক ! কি সব বলছি-----!

যুথি,একটা অনুরোধ করবো
বল ! রাখবে তো ----?

আর একটি বার বৈশাখের
প্রথম দিনে বাসন্তী রঙের
শাড়ি পরে;খোপায় বেলী ফুল
গেঁথে;হাতে সুগন্ধী ফুল নিয়ে
লাজুক নয়নে আমার সামনে দাঁড়াওনা ।

শাড়ির আঁচল দুলিয়ে ;দুজনে
পাশাপাশি হাত ধরে চলোনা
আর একবার হারিয়ে যায়
সবুজ গাঁয়ের মেঠো পথ
ধরে দিগন্তের ওপারে ।

যুথি,সত্যি বলছি শুধু একবার
বিশ্বাস কর শুধুই একবার !
চলোনা হেমন্তের গোধুলী
আঁধারে পানকৌড়;শঙ্খচিলের
ভিড়ে ভেসে যায় ঐ জলসিঁড়ি
নদীর ঢেউয়ের তালে-তালে
ভালোবাসার গভীর সাগরে ।

যুথি,জানি তোমার সময় হবেনা !
তবুও বলছি একবার এসো না
আমার আকাশে;শ্রাবণের বৃষ্টি
হয়ে নয়;এসো সকালের কদম
ফুল হয়ে জীবন সুভাসিত করতে ।

04/04/15            
            
916 বার পড়া হয়েছে
শেয়ার করুন
সুজন হোসাইন

নাম:সুজন হোসাইন,পিতার নাম:নাঈম উদ্দীন,নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে আমার জন্ম পোস্ট :নারায়ণপুর-৬২২০। জন্ম তারিখ :০৭/১০/১৯৯৩ মোবাইল:01755178188, আমি ২০১০ সালে এস.এস.সি পাস করি এবং ২০১২ সালে এইচ.এস.সি পাস করি ।বর্তমানে ডিগ্রি বি.এস.এস পড়াশোনা করছি ॥কবিতা লিখা হাতে খড়ি আমার স্কুল জীবন থেকে ।কবিতা পড়তে আমার খুব ভালো লাগে ।তাই সাহিত্য চর্চা করি ।

সুজন হোসাইন এর সর্বশেষ লেখা

7 মন্তব্য