এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 09 মে 2015 10:25

পল্লী মা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                পল্লী মা -

আজি কেন এত রোষ
নীল প্রণয়ের শেষ বেলা
তবে কি সাঙ্গ করেছ ?
জীবনের সব রঙ্গলীলা ।
এই তো সেদিন এলে
কাঁদিতে কাঁদিতে স্নেহময়ী
মায়ের শীতল আঁচল তলে ।
এই সবুজ শ্যামল প্রকৃতির
রুপ দেখিলে দুচোখ মেলে ।
ছাড়িয়া শৈশব ধীরে-ধীরে
হাঁটি-হাঁটি পা করে বেড়ে
উঠিলে এই মমতায় ঘেরা
পল্লী মায়ের স্নেহের আদরে ।
যেখানে বিস্তৃত সবুজ বনভূমী
অবারিত ফসলের মাঠ
যাহারে তুমি করেছিলে আপন
আজ কেন তবে তুমি
তাহারেই ছাড়িয়া কেমনে
করো মরণে আপোস ।
এই পথের বাঁকে
যেথায় বট গাছ;
সেথায় ছিল তোমার
নিত্য পদাচারণ ।
দক্ষিণা বাতাস,
পাখির কলতান;
সুখরচিত পরিবেশ
আজ তুমি কেমনে ভুলিলে
তবে কি আজ দুচোখ মুদিলে ?
ঝরিয়াছ কত ঘাম;
করিয়াছ কত নতুনরে সৃজন
এই অনাবৃত মৃত্তিকার তরে
তবে কেন আজ তাহারেই
করো অতিশয় আপন ।
আজ এই বিদায় বেলা
মিছে স্মৃতিচারণে
ভাসিয়ে সজল আঁখি
জীবনের শেষ প্রান্তে এসে
দেখিতে ইচ্ছে হয় একবার
ক্লের্দাত পল্লী মায়ের মুখ ।
অতিব আদরে থাকিতে চাই
আমি সারা জীবন ভরে
ঘুমিয়ে খুব যতনে
পল্লী মায়ের কোলে ।

10/09/14 #ঢাকা_মিরপুর ।            
            
826 বার পড়া হয়েছে
শেয়ার করুন
সুজন হোসাইন

নাম:সুজন হোসাইন,পিতার নাম:নাঈম উদ্দীন,নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে আমার জন্ম পোস্ট :নারায়ণপুর-৬২২০। জন্ম তারিখ :০৭/১০/১৯৯৩ মোবাইল:01755178188, আমি ২০১০ সালে এস.এস.সি পাস করি এবং ২০১২ সালে এইচ.এস.সি পাস করি ।বর্তমানে ডিগ্রি বি.এস.এস পড়াশোনা করছি ॥কবিতা লিখা হাতে খড়ি আমার স্কুল জীবন থেকে ।কবিতা পড়তে আমার খুব ভালো লাগে ।তাই সাহিত্য চর্চা করি ।

সুজন হোসাইন এর সর্বশেষ লেখা

5 মন্তব্য