এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 09 মে 2015 13:12

মৃতকাব্য নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                কবিতা লিখিনা আর, প্রেমার্ত শব্দের উদ্দামতা-
অর্থহীন মনে হয়, হাভাতের পিয়ানো যেমন।
ডাস্টবিনে পথশিশু খোঁজে অন্ন, বাঁচা নিশ্চয়তা;
তাতে কি বাহুল্য নয় প্রেমসিক্ত কাব্যের নিক্কণ?
অবিন্যস্ত ছন্দগুলো ইদানিং বলে নাকো কথা,
কিবা বেমানান লাগে লাঞ্চিত ও বঞ্চিতের ভিড়ে;
যেমন মূমূর্ষু দলে বেমানান স্ত্রীর রূপগাঁথা,
অস্তিত্বের প্রশ্ন এসে কল্পনার গলা টিপে ধরে।
প্রচণ্ড তৃষিত মন,বিক্ষুব্ধ এ শিরা উপশিরা, 
গনগনে অগ্নিলাভা চেতনার দৃপ্ত পাটাতনে।
কলমের নিবে তাই কিছু নেই খেদগদ্য ছাড়া, 
মস্তিষ্ক ঘোলাটে শুধু দূর্বলের আজন্ম ক্রন্দনে।
 রুগ্ন ভূমে শ্রান্ত স্নায়ু, প্রতিবাদে রুদ্ধপ্রায় শ্বাস;
 কাব্য নয় আঁকি তাই শব্দরূপে সভ্যতার লাশ।            
            
795 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আহমেদ দীন রুমি

খুঁজতে এসো না বৃথা, দিনশেষে পাবে নাকো থই, আর যাই হই আমি, তোমাদের ফটোকপি নই।

আহমেদ দীন রুমি এর সর্বশেষ লেখা

4 মন্তব্য