রবিবার, 08 ফেব্রুয়ারী 2015 00:52

একটি কবিতা লিখবো বলে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                একটি কবিতা লিখবো বলে আমি ছুটে যাই বহু দূর ,
শুধু একটি কবিতা লিখবো বলে,
মাঝে মাঝে হই ফকির আবার বাহাদুর ।

একটি কবিতা লিখবো বলে শুনি পাখির কন্ঠে গান ,
শুধু একটি কবিতা লিখবো বলে,
মাঝে মাঝে আমি নিরব মনে বসে থাকি ভরা দুপুর ।

একটি কবিতা লিখবো বলে করি কত পাগলামি ,
শুধু একটি কবিতা লিখবো বলে,
মাঝে মাঝে আমি থাকিনা আমার মাঝে আমি ।

একটি কবিতা লিখবো বলে সরিয়ে ফেলি মনের পর্দা ,
শুধু একটি কবিতা লিখবো বলে ,
মাঝে মাঝে থাকেনা চোখের লজ্জা ।

একটি কবিতা লিখবো বলে হৃদয় করি পাষাণ ,
শুধু একটি কবিতা লিখবো বলে,
মাঝে মাঝে মনের অজান্তে সব কিছুকে করে ফেলি সশান  ।

একটি কবিতা আমারি সব কিছু ,
শুধু একটি কবিতা আমাকে নিয়ে যায় ভরা যৌবনে ,
আবার থামিয়ে দিতে পারে শুন্যের পিছু ।
3494 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 16 ফেব্রুয়ারী 2015 13:34
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

এই বিভাগে আরো: « অনুশোচনা কবর »

6 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.