এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 11 ফেব্রুয়ারী 2015 21:39

অনন্যা (প্রথম তরঙ্গ)

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                

অনন্যা, তোমা দেখে বুকের ভেতর- 
অকালে উঠিল একই বেপরোয়া ঝড়? 
রাঙা হলো সাদা মন,
উচাটন অকারণ, 
কেন জানি সারাক্ষণ
 নেশায় বিভোর। 
বোবা অনুভূতি পেল অভাবিত সুর।। 
চরম শূন্য- একা পৃথিবী আমার,
স্পন্দিত হলো পলে পরশে তোমার। 
হঠাৎ তোমার হাসি
কাড়িল ভাবনারাশি।
সহাসে চলিনু ভাসি 
        স্বপ্নখেয়ায়। 
হারাতে লাগিল ক্রমে দৃষ্টিছোঁয়ায়। 
চেয়ে থাকি আর ক্রমে তৃষিত হৃদয়। 
এ তরে হারাতে সব নেই দ্বিধা ভয়। 
সৃষ্টির আদি হতে
 বুঝি ছিনু তব পথে,
আজ পেয়ে সমুখেতে
          মোহিত পরাণ। 
স্বর্গ চুমিল যেন আমার উঠান।
অনন্যা, জীবনের বাকি সাঁঝ-ভোর, 
আজিকার মতো কিগো রবে পাশে মোর? 
শ্রান্ত ক্লান্ত আঁখি 
প্রাণ পাবে তোমা দেখি?
 ভাসিবে হরষে নাকি 
       খাবে হতাশায়? 
সে স'তে পাবনা প্রিয়া, ছেড়ো না আমায়।

1094 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আহমেদ দীন রুমি

খুঁজতে এসো না বৃথা, দিনশেষে পাবে নাকো থই, আর যাই হই আমি, তোমাদের ফটোকপি নই।

আহমেদ দীন রুমি এর সর্বশেষ লেখা

6 মন্তব্য