যেদিন তোমাকে দেখেছিলাম বাংলার মেঠো পথে রুদ্র করোজ্জ্বল কোন এক দিনে নীল শাড়ি পরিহিত অবস্থায় মায়াবিনী রূপে সেদিন আমার শিল্পি মন আবেগের তুলি দিয়ে হৃদয় মাঝে ভালবাসার প্রতিমূর্তি একেছিল শুধু তোমার জন্য। যেদিন তোমাকে দেখেছিলাম বাসন্তী সাজে বৈশাখী মেলাতে, আলতারাংগা পায়ে সোনার নূপূরে ছলক ছলক শব্দে পথ চলা, কাজল কালো নেত্রের সীমাহিন দৃষ্টি। সেদিন আমার নিথর পৃথিবীতে বৈশাখী ঝড় উঠেছিল শুধু তোমার জন্য। যেদিন তোমাকে দেখলাম মেহেদী পরা হাতে অন্য জনের রাখী, লালা টকটকে চেলী পড়ে সুখও রথে অচেনা যুবকের সাথে বসে পাশাপাশি জীবনের স্বপ্ন গুলো করিতেছ ভাগাভাগি। সেদিন আমার সমস্ত স্বপ্ন, সমস্ত আশা অলীক হয়ে গেল শুধু তোমার জন্য।
হুমায়ুন আবিদ
হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।
হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা
5 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক রবিবার, 17 ডিসেম্বর 2023 00:20 লিখেছেন exellamug
levitra en ligne canada This is why people with PCOS may experience inconsistent or completely missing periods, which might then be torrentially heavy when they do show up, according to the Mayo Clinic
- মন্তব্যের লিঙ্ক শনিবার, 10 জুন 2023 02:12 লিখেছেন emaiggide
cheap generic cialis Estrogen induced LDN reduction was associated with increased LDN cell death and reduced neutrophil production from bone marrow
- মন্তব্যের লিঙ্ক সোমবার, 11 মে 2015 11:49 লিখেছেন আনামিয়া
দারুন লাগিলো ভাইজান দারুন ।
- মন্তব্যের লিঙ্ক রবিবার, 10 মে 2015 21:25 লিখেছেন সার্জেন্ট মোঃ নাজমুল কবির (অবঃ)
খুব সুন্দর ভালোবাসার কবিতা, মুগ্ধতা রেখে গেলাম।
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.