রবিবার, 10 মে 2015 15:37

সুখের আশায় নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                শোকের মার্তন্ডে ছেয়ে যায় সুখের নীলাকাশ,
ব্যাথাতুরা হৃদয়ে দূর্যোগের পূর্বাভাস।

সম্মুখপানে শুধুই তিমির কুন্তলা,
পশ্চাতে আবার কষ্টের কাঁচ দেয়াল।
দুঃখের তালে নেচে, সুখ ছোঁয়ার আশায়,
অলভ্য জয়ের লোভে পাড়ি দিচ্ছি এই অকূল পাথার।

অসম্ভব মায়ার জালে,
মরীচিকার মতো জরাজীর্ণ হয়ে পড়ে থাকা।
জলহীন মরুভূমিতে,
তৃষ্ণা মেটানোর অসম্ভব আকাঙ্ক্ষা।
চৈত্রের অশ্রুশূণ্য রোদনে,
সুশীতল বাতাসের প্রগাঢ় ইচ্ছা।

স্তিমিত নিরবতায়,
একাকীত্বকে সাথী করে সম্মুখপানে এগিয়ে চলা।

হঠাৎ ধ্রুবতারার মতো,
স্বপ্নদেবীর স্বপ্নময়ী আবির্ভাবে,
অচিন্তনীয় কষ্টের সীমানার উদ্দ্যেশ্যহীন গন্তব্যের দিকে এগিয়ে চলা।

নির্জন রাতে বিদীর্ণ শোকে জড় প্রস্তরের মতো,
ভাবনার কিশলয়গুলো জড়ে পড়ার এ কোন হেতু!!

হয়তো ভাবি-ভবিষ্যতের অন্ধকারময়তার পুর্ভাবাস!
নয়তো স্বপ্ন ভঙ্গের হতচকিত ইশারার হাতছানির আভাস!
সুখ নামক অদূরদর্শী ভেলার লক্ষ্যহীন পথচলা!
নতুবা কষ্ট নামক জীবন -সারথীর অলক্ষ্যে আনাগুনা!

তথাপি  সঁপে আত্বাকে শপথের কোলাহলে
বেঁচে আছি "মিথ্যে সুখের" আশায়।            
            
1077 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 10 মে 2015 15:44
শেয়ার করুন

মোঃ সোহেল রানা এর সর্বশেষ লেখা

এই বিভাগে আরো: « শুধু তোমার জন্য "" মা "" »

5 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.