এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 11 মে 2015 00:43

মা কেমন আছিস তুই

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                মা মারে কেমন আছিস তুই ? 
কত জনম দেখিনা তোরে দূর দেশে আছি পড়ে
মন চায় তোর কোলে একটু শুই ।
কত আদর করিতিরে মা আগলে রাখিতি বুকে
চোখের আড়াল হলেরে মা ঘুম ছিলনা তোর চোখে ।
মা মারে কেমন আছিস তুই যাবি কি একবার বলে ?

আজ আর কেহো বলেনা খেয়েছিস খোকা ?
একি তুই খাচ্ছিস না ক্যানরে! বানাচ্ছিস আমায় বোকা ।
আমি না বুঝলে কে বুঝবেরে খোকা , আমি যে তোর মা
আজ আর কেহ বলেনা মা কেহ বলেনা ।

মা মারে ফিরে আসি আগের মত যেমন ফিরতাম বাড়ী
ঘরে আসলে মনে হয় মা বুকটা যে মোরখালি
শূন্যতা মোর চারি পাশে দেয় ঝিঁঝিঁর মত ডাক
তুই ছাড়া মা শূন্য হৃদয় শূন্য পথ ঘাঁট ।
মা মারে কেহ এখন আর পিদিম ধরেনা বাড়ী আসতে হয় যদি দেরি
তোরে ছাড়া জমে নারে মা মোর মিথ্যে বাহাদুরি ।

মা মারে শুয়ে থাকি এসে আগের মত অগোছালো বিছানায়
তুই ছাড়া আর কে রাখিবে মা করে সুন্দর বিছানা ।
এখোনো দেখি ভোরের আলো দক্ষিণের জানালা দিয়ে
কিন্তু তোরে তো দেখিনা মা! আগের মত ফুলের বাগানে
বালতি ভরে জল দিবিনা ফুল বনে।
চেয়ে থাকি তাই ঐ জানালার পানে ডাক শুনবো বলে তোর
তোর ডাক ছাড়া কি দেখতাম রে মা, আমি সকালের সেই ভোর ।

মা মারে এক বার দেখাদেনা আমায় দেখবো তোরে প্রাণ ভরে,
কত দিন কত মাস কত বছর কত যুগ দেখিনা তোরে
তুই ছাড়া মা শূন্য আমি অনুভবে খুঁজে যাই তোরে ,
মা মারে আসনা মা একবার দেখা দে মোরে ।


911 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 10 সেপ্টেম্বর 2020 14:00
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা

5 মন্তব্য