এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 11 মে 2015 16:05

সবরে মেওয়া ফলে

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                বছরের পর বছর করেছি সবর,
ফলেছে মেওয়া হয়েছে বিভর।
তারি মনে আমার মন পেতেছে আসর,
মনেরও বাগানে তাই করেছে বাসর।
আজ খেকে সে আর আমি নোই অজানা
মনে মনে মন খোঁজে মানে না মানা,
মনো কুঞ্জে তাঁর চপলে চলি
অধরে তাঁর কত কিযে বলি
ভালোবাসার রং তুলি দিয়েছি তাকে,
মনের পাতাতে সে কত কিযে আঁকে।
বিরক্ত মন যেন নাই তবে আর,
তাঁরই মাঝে সুখ খোঁজা আমার মাঝেতে তাঁর।            
            
883 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

6 মন্তব্য