সোমবার, 11 মে 2015 19:41

কবির দুয়ারে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ওহে-নবীন; ওহে-কবি তোমাদের বলছি
অনেকতো লিখলে কাব্য থেকে মহাকাব্য
প্রেয়সী-শ্রেয়সী,মাধুরীলতার
ভালোবাসা রাগ-অনুরাগ;
মান অভিমানের আবেগ মিশ্রিত
অভিলাসের পরতে-পরতে অনুকথা।

ওহে-নবীন; ওহে-কবি তোমাদের কি
চোখে পড়েনা ক্ষুধার্ত অনাথ
শিশুটির বাঁধ ভাঙা কান্না?
মাঘের হিমবাহ সন্ন্যাসীর তাড়নে
রাস্তার 'পরে পড়ে থাকা ছিন্নমূলের
ছেঁড়া জামার ফাঁকে হাড়ের কাঁপন।

ওহে-নবীন; ওহে-কবি তুমি লিখতে
পারোনা অন্যায়ের বিরুদ্ধে
প্রতিবাদের বাণী?
নিপীড়িত, নির্যাতিত, শোষিত
মানুষের হয়ে পারোনা করতে প্রতিবাদ
কলমের নগ্ন তলোয়ার দিয়ে?

সেদিনের কথা; ক'দিনই বা হলো।
দিন ছয়েক হবে হয় তো।
এক বুক পানিতে নেমে কিছু
শাপলা-কমল তুলে দিল
প্রেমিক যুগুলের হাতে মুকুল।
পাছে চাইলো সে ক'টা টাকা
একমুঠো ডাল-ভাত খাবে
পাশের কোনো জীর্ণ হোটেলে।

বিনিময়ে সে কি পেল?
পেল শুধু পেট ভরা লাথি।
এসব দেখে কেন তুমি চুপ করে
থাকো ওহে-নবীন; ওহে-কবি।

তোমার রক্ত কি হিমালয়ের
বরফের মত জমে গেছে?
তোমার কি মনে হয়না
একবারও নজরুলের বিদ্রোহ?
কিংবা সুকান্তের আঠারো বছর?
তবে কেন চুপ ওহে-নবীন?

জেগে ওঠো জয়ের দুরন্ত উল্লাসে
এসে দাঁড়াও মানবতার কাতারে।
ওহে-নবীন; ওহে কবি তুমি কি
ভুলে গেছো ৫২,৬৯,আর ৭১ এর কথা?
যাদের রক্তে ভিজলো বাংলার মাটি
বিনিময়ে আমরা পেলাম স্বাধীনতা।

লিখ তাঁদের গুণ-গান
গাও তাঁদের জয় গান।
তবেই জীবন হবে ধন্য
জ্ঞানীদের আসরে হবেই গণ্য।

ওহে-নবীন; ওহে কবি
তোমাদের দুয়ারে এটাই আহবান
কলমের আঁচড়ে ফুটিয়ে তোলো মান।

রচনা :09/12/14            
            
710 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 11 মে 2015 21:05
শেয়ার করুন
সুজন হোসাইন

নাম:সুজন হোসাইন,পিতার নাম:নাঈম উদ্দীন,নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে আমার জন্ম পোস্ট :নারায়ণপুর-৬২২০। জন্ম তারিখ :০৭/১০/১৯৯৩ মোবাইল:01755178188, আমি ২০১০ সালে এস.এস.সি পাস করি এবং ২০১২ সালে এইচ.এস.সি পাস করি ।বর্তমানে ডিগ্রি বি.এস.এস পড়াশোনা করছি ॥কবিতা লিখা হাতে খড়ি আমার স্কুল জীবন থেকে ।কবিতা পড়তে আমার খুব ভালো লাগে ।তাই সাহিত্য চর্চা করি ।

7 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.