এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 12 মে 2015 00:12

তবে

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ভুল করে 
মনে পড়ে 
    যদি মোর মুখ, 
আধ রাতে 
ভিজে উঠে 
      স্নিগ্ধ চিবুক। 
ভিজে ধীরে 
অগোচরে 
     বালিশের কোণ, 
জেনো তবে, 
আমি ভেবে 
       বিলীন দ্বিগুণ। 
পাও খোঁজে 
স্মৃতি ভাজে 
        যদি চিন্ মোর, 
উঠে হেকে 
ভরা বুকে 
         শূণ্যতা সুর। 
সুখ গেহে 
পলে দহে 
         বিরহ আগুন, 
জেনো তবে, 
আমি ভেবে 
          বিলীন দ্বিগুণ।
স্বপনেরা 
করে তাড়া, 
          যদি পাশে চায়।
শতকথা 
অথিরতা 
           নব বেগ পায়।
অকারণে 
ক্ষণে ক্ষণে 
        ঘেঁটে দেখো ফোন,
জেনো তবে, 
আমি ভেবে 
        বিলীন দ্বিগুণ।।।            
            
732 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আহমেদ দীন রুমি

খুঁজতে এসো না বৃথা, দিনশেষে পাবে নাকো থই, আর যাই হই আমি, তোমাদের ফটোকপি নই।

আহমেদ দীন রুমি এর সর্বশেষ লেখা

5 মন্তব্য