মঙ্গলবার, 12 মে 2015 10:32

পরাজিত প্রেম নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                পরাজিত প্রেম

হিমালয়ের পাদদেশ বেয়ে
দুর্বার গতিতে নেমে অাসে
প্রবহমান ঝর্ণা…
অপেক্ষা করে সমুদ্র সঙ্গম
নিরন্তর অাকুতি বাঁধ ভাঙে নদী
যৌবনের কিছুটা সাধ মেটায়
তবুও অপূর্ণতা থেকে যায়।

গাঢ় হিম শীতেল কুয়াশাচ্ছন্ন
অালো অাঁধারী শীতের রাত
বাঁশির সুর মূর্ছনায় এলে…
কালবৈশাখী ঝড়ের বেগে
নগ্ন বিবস্ত্র পরীক্ষা করলে
আষ্ঠে-পৃষ্ঠে কঠিন প্রচাপনে
আমার সৌখিন পৌরষত্ব
ভাগ নিলে হৃদয় উষ্ণতার
পরীক্ষা উত্তীর্ণ হলাম।

একদিন সত্যি খবর পেলাম
মেহেদী রাঙা তোমার হাত
কষ্টের বহ্নিশিখা ব্যাগবন্ধী 
চলে এলাম সমুদ্র সৈকতে
খুঁজে বেড়াই তোমার স্মৃতি।

বালু চরে আঁকি স্বপ্নের বাসর
ছলাৎ করে এক ঝটকা ঢেউ এসে
মিলিয়ে দিলো অপেক্ষা বাসর।

কুঁড়িয়ে ঝিনুক বিপন্ন প্রজাতির
গড়েছি হেলেনের ট্রয় নগরী 
তিলে তিলে ধ্বংস হচ্ছে
ধ্রম্র কুন্ডলীর বেড়াজালে ট্রয় 
নিঃশেষ হচ্ছে, হয়েছি পরাজিত
থেকে যাবে জীবনের বাকিটা সময়।            
            
916 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 12 মে 2015 15:10
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

এই বিভাগে আরো: « তবে নদী ও নৌকা »

8 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.