এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 13 মে 2015 11:48

বর্বর চিত্র

লিখেছেন
লেখায় ভোট দিন
(4 টি ভোট)
                এই সমাজ কি চায়, কি চায় সমাজের মানুষ ? 
চোখের সামনে নিপীড়ন তবুও হয়না কেনো হুশ !
আর কত দেখতে হবে আর কত! আর কত কাঁদতে হবে আর কত !!
তবে কি শেষ হবেনা সমাজের এই বর্বর চালচিত্র ?
প্রশ্ন রেখে গেলাম হে দেশ তোমার কাছে ,
প্রশ্ন রেখে গেলাম হে সমাজ হে সমাজের মানুষ তোমাদের কাছে ।

দেশ তুমি কি দাওনি তোমার স্বাধীনতা তুমি কি দাওনি !
তুমি কি বলনি তুমি হলে স্বাধীন দেশ
তোমার বুকে উড়ছে স্বাধীনতার পতাকা!
তবে কেন আজ এতো হানাহানি
রাজ পথে চলছে অসহায় মা বোনদের মানহানি
প্রশ্ন রেখে গেলাম হে দেশ তোমার কাছে ,
প্রশ্ন রেখে গেলাম হে সমাজ হে সমাজের মানুষ তোমাদের কাছে ।

যে মায়ের জন্য মায়ের ভাষার জন্য জীবন দিয়েছিল শত শত ভাষা সৈনিক
মাসের পর মাস গুনতে হয়েছিল কখন আসবে সেই বাংলার ভোর
যে বাংলার জন্য ঝরে ছিল ৩০ লক্ষ শহীদের রক্ত
আজ কেনো এই বর্বরতা কেনো স্বাধীনতার নামে চলছে অস্বাধীনতার কথা মালা ।
হে দেশ প্রশ্ন রেখে গেলাম তোমার কাছে,
প্রশ্ন রেখে গেলাম হে সমাজ হে সমাজের মানুষ তোমাদের কাছে ।

যদি তোমার বুকে নেমে আসে মহা যুদ্ধ
হে দেশ তুমি পারবে কি ফিরিয়ে দিতে আমাদের অর্জিত স্বাধীনতা !
তুমি পারবে কি ফিরিয়ে দিতে ধর্ষিতা নারীর সম্মান
যার নতুন সংসার বাঁধা হল হলনা সংসার ।
হে দেশ প্রশ্ন রেখে গেলাম তোমার কাছে,
প্রশ্ন রেখে গেলাম হে সমাজ হে সমাজের মানুষ তোমাদের কাছে ।
762 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 13 মে 2015 18:43
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

6 মন্তব্য