এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 14 মে 2015 16:03

মেকি

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                সাধু বেশী 
হরি বলো
নিত্য হরো সকলে।

তোমার মাঝে 
গোপাল খুঁজে 
বকলমী গো পালে।

আলখেল্লা 
জুব্বা গায়ে
মুখে বলছো খাজা।

দক্ষিনাতে 
সাঁতার কেটে
ভাবছো দুকূল তাজা।

ফাদার হয়ে 
মাদার খুঁজো
সিস্টার পাশে রেখে।

গীর্জায় বসে 
ক্রুশ বিঁধাও
বাইবেল দেখে দেখে।

কর-জোড় 
হস্ত নাকে 
মানুষ দেখে ছি ছি।

ত্রিপিটক চুমে 
বলছো মুখে
ধর্মং স্মরণং গোচ্ছামি।            
            
723 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ আবু সাইদ সরকার

জন্ম ১৯৬৯ সালে ১৩ই সেপ্টেম্বর। বাড়ী বগুড়া জেলার শেরপুর থানার বিশালপুর ইউনিয়নের বিরাকইর গ্রামে। পিতাঃ মৃত আব্দুস সোবাহান। মাতাঃ মৃত সুখীতন বিবি। ১৯৯২ সালে করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স সহ অর্থনীতিতে এম.এস.এস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় এসে সি.ইন.এড ও এম.এড ডিগ্রি লাভ করেন। বর্তমান একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র জীবন থেকেই ছড়া ও কবিতা লিখে সুনাম অর্জন করেন। ইতোপূর্বে তার বহু লেখা বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ"ঈল্লীয়িনে কিছুক্ষণ"।

মোঃ আবু সাইদ সরকার এর সর্বশেষ লেখা

4 মন্তব্য