সেই টসটসে-
তার রূপরসে
পড়লো সখার মন খসে।
পাতার উপর
রুপোর নুপুর
জোছনা রাতে বন হাসে।
কুঞ্জে আসি
বাজায় বাঁশি
সখী আমার,সুর তুলে।
নতুন সাজে
বৃক্ষরাজে
চুমকাটে সে শ্যাম গালে।
কুহু ডাকে
কোকিল শাখে
মন হরণীর প্রাণ ভরে।
ঘোমটা খুলে
মুণ্ডু তুলে
শ্যমলা বধু সাজ করে।
উরু উরু
ভীরু ভীরু
লজ্জা রাঙা আর-চোখে।
ঢুকছে বধু
মুখে মধু
রঙের বাহার তার বুকে।
সাজলো সখী
গাইলো পাখি
বন বনান্তী মাত-করে।
নাচলো হিয়া
নাচলো প্রিয়া
বাসন্তিকার বুক জুড়ে।

মোঃ আবু সাইদ সরকার
জন্ম ১৯৬৯ সালে ১৩ই সেপ্টেম্বর। বাড়ী বগুড়া জেলার শেরপুর থানার বিশালপুর ইউনিয়নের বিরাকইর গ্রামে। পিতাঃ মৃত আব্দুস সোবাহান। মাতাঃ মৃত সুখীতন বিবি। ১৯৯২ সালে করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স সহ অর্থনীতিতে এম.এস.এস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় এসে সি.ইন.এড ও এম.এড ডিগ্রি লাভ করেন। বর্তমান একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র জীবন থেকেই ছড়া ও কবিতা লিখে সুনাম অর্জন করেন। ইতোপূর্বে তার বহু লেখা বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ"ঈল্লীয়িনে কিছুক্ষণ"।
মোঃ আবু সাইদ সরকার এর সর্বশেষ লেখা
8 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক
সোমবার, 23 ফেব্রুয়ারী 2015 17:39 লিখেছেন নূর-ই-আলম
খুব সুন্দর...
- মন্তব্যের লিঙ্ক
রবিবার, 15 ফেব্রুয়ারী 2015 18:16 লিখেছেন আনামিয়া
বাহ্ , অপূর্ব সুন্দর । খুব ভাল লাগলো, খুব ।
- মন্তব্যের লিঙ্ক
শনিবার, 14 ফেব্রুয়ারী 2015 00:07 লিখেছেন মোঃ খোরশেদ আলম
খুব সুন্দর হয়েছে, ভালো লাগলো।
- মন্তব্যের লিঙ্ক
শুক্রবার, 13 ফেব্রুয়ারী 2015 06:43 লিখেছেন স্বপন শর্মা
মুগ্ধতা রেখে গেলাম স্যার,
- মন্তব্যের লিঙ্ক
শুক্রবার, 13 ফেব্রুয়ারী 2015 01:51 লিখেছেন সার্জেন্ট মোঃ নাজমুল কবির (অবঃ)
বেশ সুন্দর লেখা, মুগ্ধ হয়ে পড়েছি।
- মন্তব্যের লিঙ্ক
বৃহষ্পতিবার, 12 ফেব্রুয়ারী 2015 17:50 লিখেছেন নাহিদুর রহমান( নাহিদ)
নাচিয়া উঠিল প্রান
শুনিয়া বসন্তের গান
ভালো লাগল অনেক - মন্তব্যের লিঙ্ক
বৃহষ্পতিবার, 12 ফেব্রুয়ারী 2015 16:57 লিখেছেন মহ মনিরুজ্জামান
Besh Valo Likhechole6en Dear
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.