শিশিরের প্রণয় শীতের উলঙ্গ কুয়াশা মোহে জড়িয়ে চুমু আঁকে রাত ভর পর পর নেংটা ঘাষের ডগায় প্রভাতে সূর্যের আলোয় নিশির শিশিরবিন্দু চোখে জল ঘাষের গা বেয়ে দ্রুত প্রবহমান নিমিষেই হারিয়ে ফেলে নিজকে। উদ্যম উত্তাল শিশির রঙ্গ লীলা অঙ্গে মেখে নেয় বঙ্গ মহিলা ধাপে ধীরে রাখে ঘিরে অস্তিত্ব বিলীন নেশার ঘোরে পাশবিকতার শব্দ সঙ্গমে। খর রৌদ্রতার প্রচন্ড তাপে হারায় হারিয়ে যায় পূর্বাপর থরে থর অপেক্ষায় থাকে নিকষ আঁধার শুরু করে অবিরাম চুম্বন সারা নিশি মিলে মিশি মিশে যায় একে অপরের বুকে তৃপ্তির ঢেকুর ওঠে অতৃপ্ত মুখে। চলছে অবিরাম তবু অনন্তকাল দুপুর গড়িয়ে রাত পূণঃ সকাল।
নাজমুল কবির
নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।
নাজমুল কবির এর সর্বশেষ লেখা
4 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক মঙ্গলবার, 19 ডিসেম্বর 2023 08:13 লিখেছেন IFzJbVLV
A 444 bp Pvu II Eco RI fragment containing the acidic activation domain of GAL4 was isolated from pSG4 55 and ligated into the Klenow filled Bgl II and Eco RI sites of pCTF1, replacing the proline rich transcription activation domain of CTF1 cialis no prescription
- মন্তব্যের লিঙ্ক শুক্রবার, 15 মে 2015 23:42 লিখেছেন যাযাবর জিয়া
দারুণ চিত্রকল্প।
- মন্তব্যের লিঙ্ক শুক্রবার, 15 মে 2015 07:21 লিখেছেন মোঃ আবু সাইদ সরকার
নতুন ঢংয়ে অন্যরকম পরিবেশনা। খুব ভালো লাগলো।
- মন্তব্যের লিঙ্ক শুক্রবার, 15 মে 2015 07:06 লিখেছেন দ্বীপ সরকার
খুব ভালো লাগলো।
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.