এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 15 মে 2015 21:41

কোনো এক জ্যৈষ্ঠে

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                কোনো এক জ্যৈষ্ঠে

কোনো এক জ্যৈষ্ঠের রঙিন
বিস্তৃত রৌদ্রের দুপুরে.....
দোয়েল,শালিকের শুভ পালকে
চকিত হিজলের বনে
দুই ডানা ঝেড়ে....
গেঁথেছিলে মালা যতন করে ।
দেবদারু,দারুচিনি বনে-বনে
ফুটেছিল স্ফটিকের মত ফুল
ভালোবাসার পরশে-পরশে ।

হাজার বছর ধরে নীল
আকাশের নিচে বিছিয়ে
ছিল ঘাস ফুলের বিন্যাস ।
গাঢ় অন্ধকারে প্রাণের উল্লাস ।
স্বপ্নের জানালায় নূপুর বাজিয়ে
হয়ে ছিলো প্রেমো অভিলাস ।

বয়:সন্ধি দিবসের অন্তিমে
ভোরবেলার যেই জল
নক্ষত্রের সিঁড়ি বেয়ে
পৃথিবীর পথে-পথে
এসেছিল একদিন নেমে ।
এই সব হঠাত্ করে যেন
বিস্মৃতির পথ ধরে
হতে চায় অচিন ।
ভুলে যেতে চায় রৌদ্রের ঘ্রাণ
ভুলে যেতে চায় জ্যৈষ্ঠের দিন ।

০১ ই জ্যৈষ্ঠ ১৪২২            
            
834 বার পড়া হয়েছে
শেয়ার করুন
সুজন হোসাইন

নাম:সুজন হোসাইন,পিতার নাম:নাঈম উদ্দীন,নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে আমার জন্ম পোস্ট :নারায়ণপুর-৬২২০। জন্ম তারিখ :০৭/১০/১৯৯৩ মোবাইল:01755178188, আমি ২০১০ সালে এস.এস.সি পাস করি এবং ২০১২ সালে এইচ.এস.সি পাস করি ।বর্তমানে ডিগ্রি বি.এস.এস পড়াশোনা করছি ॥কবিতা লিখা হাতে খড়ি আমার স্কুল জীবন থেকে ।কবিতা পড়তে আমার খুব ভালো লাগে ।তাই সাহিত্য চর্চা করি ।

সুজন হোসাইন এর সর্বশেষ লেখা

7 মন্তব্য