শনিবার, 16 মে 2015 16:58

কোথায় আছে মানবতা

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                বিশাল জমীন তারই মাঝে হাটছি আমি বড় একা
চারিদিকের অসঙ্গতি দেখে আমার কাব্য লেখা
অত্যাচার আর জুলুমবাজী প্রতি ক্ষণেই চলছে যেন
বলতে পারো তোমরা কেহ দেশটা আজি এমন কেন। 

স্বাধীন দেশে স্বাধীনতা পাইনি কভু আমরা কেহ
গনতন্ত্র হারিয়ে গেছে, পথে পথেই মৃত্যু দেহ
জীবন যেন খুব কিছু নয় রাজনীতির এক নষ্ট খেলা
না জানি হায় কখন কোথায় ডুবে যাবে আমার বেলা। 

ভয় করিনা আজকে কিছু বলবো সবি সবার তরে
আমার দেশের নেতারা সব ঘরে বসেই যুদ্ধ করে
ভোটের মধ্যে কারচুপি হয়, প্রশাসনও উল্টো চলে
নেশার ঘোরে মাতাল হয়ে মন্ত্রী সাহেব প্রলাপ বলে।

কি বলবো ভাই দুঃখের কথা, শুনলে বলি আরো কিছু
চোর ডাকাত আর পুলিশ মশাই সবাই চলে নেতার পিছু
নেতার মিটিং কিংবা চুরি নেতার সাথে সবাই তারা 
আমজনতা তাইতো এখন হয়ে গেছে সর্বহারা। 

দুঃখ লাগে আরো, যখন চোরে শোনায় সাধুর বাণী
ইভটিজার এ দেশটা ভরা প্রকাশ্যে হয় শ্লীলতাহানি 
মা বোনেরা ভয়ে চলে দেখে ওদের অস্ত্র-ছোরা
দল ক্ষমতায় তাইতো আজি ভয় করেনা কাউকে ওরা। 

ধর্ম নামে আবার কেহ বসায় আড্ডা গাঁজার মেলা
নারী যেন ওদের কাছে আনন্দময় হলি খেলা
নির্ভয়ে আজ নারীর পক্ষে বলবো মনের কথা যত
কেন দেখি আমার দেশে আবুজাহেল শত শত!

জানি আমি বললে এসব, হয়তো অনেক বাঁধা পাবো
ভয় করিনা কাউকে তবু সত্য কথা বলেই যাবো
যদিও সবাই পাগল ভেবে শুনবেনা আর আমার কথা
তবুও আজো খুঁজবো আমি কোথায় আছে মানবতা।            
            
708 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আবিদ আল আহসান

বলার মতো জীবনী নেই

এই বিভাগে আরো: « আখুটে মাঠির সন্তান। »

5 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.