শনিবার, 16 মে 2015 19:36

বোষ্টমি

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                আমরা দু'জনে কুড়ায়ে এনেছি
ধ্বংসস্তুপের ছাই, 
ভস্মের চেয়ে খরতর এক
গোলাপ বাগান চাই ।
আমারা এনেছি ফসলের বুকে
বীর্য বাহিত প্রাণ,
উল্কার চেয়ে আরো দ্রুততর
ফুটুক মরুদ্যান।

আমারা দু'জনে টানিয়া নিয়েছি
পরস্পরেরে যতি,
কানুর পিরিতি তারাঞ্চলের
তুমিই অরুন্ধতী।
আমাদের প্রেমে কখনো ছিল না
শোষণের ইতিবৃত্ত,
মজদুর প্রেম গাঁইতি শাবল
শস্যের উদ্বৃত্ত।

আমার কখনো পরোয়া করি নি 
বর্ণবাদের চোখ,
খাঁচার ভিতর অচিন পাখির
চির বাসভূমি হোক।
আদিতে ছিলাম মধ্যে থেকেছি
বর্তমানেও আছি,
মুক্তি মেলে নি জাতিস্মরের
প্রেমের বাদলগাছি।

আমারা মূলত: বাঁধা পড়ে গেছি
সময়ের ভরবেগে,
প্রণয় দেবতা নির্ঘুম তাই
মিলনের উদ্বেগে।
আমরা দু'জন রেখে যেতে চাই
প্রেমময় বাসভূমি,
বারাবার এসে ব্যারিকেড দেবো
পাশে থেকো বোষ্টমি।            
            
924 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 16 মে 2015 19:38
শেয়ার করুন
যাযাবর জিয়া

হাজার বছর পথচলা শেষে পাঁজিতে পুরাণ চেপে; আমারা এসেছি নদীতে নায়েতে বেনো জল মেপে মেপে।।

যাযাবর জিয়া এর সর্বশেষ লেখা

5 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.