শনিবার, 16 মে 2015 22:49

বেশ্যার শহরে

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                স্রষ্টা আছেন মহাসুখে
নেইকো তার ধর্ম ,
ধর্ম টেকাতে পড়তে হয় না
স্রষ্টার কোন বর্ম ৷
অসহায় সৃষ্টি লালসার দৃষ্টি
বুলায় চতুর্দিকে ,
সভ্যতা এগোয়
নগ্নতা মুঠোয়
চুলায় আগুন ফিকে ৷
স্রষ্টা জগতের সর্বদ্রষ্টা
করবেন তিনি পরিত্রান ,
পরিত্রান খ্যাত সৃষ্টিকূলের
জ্ঞানহীন যতো ব্যবধান ৷
অপেক্ষারা আজ ঘরে গুনছে
প্রহর ,
বেশ্যারা গ্রাস করে
রাতের শহর ৷
ভোর হলে আজ কেন চাই
এতো জল ?
বিশ্বাস গুমরে থাকে
অটল অবিরল ৷
চিকচিকে বালুকণা উড়ে যায়
বাতাসে ,
নাস্তিকতার বনিবনা
পুড়ে হায় আকাশে ৷            
            
1041 বার পড়া হয়েছে
শেয়ার করুন
সীমান্ত মুরাদ

একাকিত্বের সাথে পথ চলছি ধূসর দ্বীপের আরছায়ার আবডালে ৷

এই বিভাগে আরো: « কবিতার কথা আপন মানুষ »

6 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.