এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 17 মে 2015 01:21

আপন মানুষ

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                আমার একটা আশা ছিল ভেঙ্গে গেলে তুমি 
আমার মাঝে অনেক সুখ শান্তি ছিল
দুঃখে ভরে দিয়ে গেলে তুমি।
আমাদের মাঝে দৃঢ় বন্ধন ছিল
একটা ভুলের কারনে হারিয়ে গেলে তুমি।

আমার পাশে একটা আপন লোক ছিল, সে হলে তুমি
আমাদের মাঝে আরো অনেক আছে
তাঁদের মাঝে প্রিয় ছিলাম তুমি আর আমি ।

আমাদের মাঝে ছিল শ্রদ্ধার আর ভালবাসা
যা দেখে নিজে নিজেকে বলতাম আমি কারো কাছে দামী নাইবা হই
তোমার স্নেহের মাঝে আমি বুঝি সব চাইতে দামী ।

আমার মাঝে কিছু উপদেশ ছিল শ্রদ্ধার সুরে বললে শুনবে কি তুমি ?
খুঁজে নাও তারে যে তোমার খোজে করতে পারে সবকিছু কুরবানী ,
খুঁজতে যেওনা তার ভালবাসা যার মাঝে আছে হিংসা
হউক সে সমাজের মাঝে সবচাইতে জ্ঞানী গুণী ।


753 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

5 মন্তব্য