এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 17 মে 2015 07:57

জীবন যুদ্ধে

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                তাঁকে দেখেছি ঘর্মাক্ত শরীরে
গ্রীষ্মের কাঠ ফাঁটা রোদে
সেই বিল বুনিয়ার মাঠে,
কোদালের কোপে তাঁর
হাত ফেটে সারা
তবুও মাঠি নাহি ফাঁঠে।
শিশির বিন্দু সেই অলস ঘাসে
চিকচিক করবার আগে,
সরল মনে ক্লান্ত দেহে তাঁর
ঘামের ফোঁটা জাগে।
আষাঢ় লগনে বৃষ্টি নামে
তবু কর্মের খেলা চলে,
বৃষ্টি ফোঁটায় বীজ বুনেছে
ফসল ফলাবে বলে।
আশার সুরে সুর বেঁধেছে
সহ্যে সবি কায়ে,
যদি কিনা সুখ একবার
ক্লান্ত কায় সয়ে।
তবুও সুখের তীরে ভীড়েনি নোঙ্গর
ভীড়েছে দঃখের ঘাঠে
জীবন যুদ্ধে অবিরত তাঁর
এবেলা ওবেলা কাটে।            
            
775 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 17 মে 2015 17:03
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

4 মন্তব্য