এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 18 মে 2015 16:10

আমার আমিত্ব

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                অতি সুন্দরীতমা এসে যদি বলে
সাধারণে তোমায় লাগে না ভালো
হও যদি অতি অসাধারণ, 
আমার প্রেমের কাননে ওগো
তোমায় করবো বরণ।
নিষ্কন্টক মনে বলে দেবো তাঁরে
ওগো সুন্দরীতমা জানি তুমি অসাধারণ, 
তবে তোমার ছলনার ছলে
করবো না আমার আমিত্ব হরণ।
পারবো না আমি তোমার প্রেমে মত্ত হয়ে
নিজেকে ভুলে দিতে আকুণ্ঠ বিসর্জন,
জানি তর্জন উঠিয়ে গর্জন করবে
অতি সহসা করে দেবে আমায় বিবর্জন।
তবুও বিন্দু পরিমাণ দুঃখ কোনো
রবেনা মোর মনে,
আমি যে মজেছি বন্ধু
আমার আমিত্বের সনে।
চলে যাবার কালে শুনে যাও বলি,
যদি কোনোদিন খুঁজে পাও তুমি 
আমার মাঝেতে আমায়,
চলে এসো নিঃসংশয় মনে 
আমার মাঝে বরে নেব তোমায়।            
            
880 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 18 মে 2015 20:13
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

7 মন্তব্য