সোমবার, 18 মে 2015 20:51

বিরহ কান্না

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                বিরহ কান্না

শুভ্র জোছনা মৃদু মূর্ছনা
কপাল জোড়া লাল টিপ
শুভ্রতায় অগোছালো শুভ্রকেশ 
নীল শাড়ির আঁচলে প্রদীপ।

বেঁধে বাহুবন্ধনে অবচেতন
অলক্ষ্যে রাখি হাত
তারার ঝিলিমিলি নিষ্প্রভ
খিড়কি বন্ধনী বেঘাত।

এ কোন খিড়কি বেঁধেছো
বক্ষে ত্রিকোণাকৃতির
ওষ্ট যুগলে মেখে রেখেছো
এ কী মুক্ত ধরিত্রীর?

একাকী এসেছিলে
নিরালায় বসেছিলে
মোহনায় মিলনের সন্ধিক্ষণে
জোসনা বাড়ায় আলো
থমকে যাই উদ্যত হাত বাড়াই
বুকটা করে টলোমলো।

চাঁদ ঘুমায় মেঘের আড়ালে
ধরো হাত চুপিসারে
খানিক আলিঙ্গনে চুমোয়
চলো যাই অভিসারে।

দুষ্ট মেঘমালা সরে দাঁড়ায়
কুহেলিকার আবর্তে 
ভাঙ্গা প্রেমের বিধৌত ফাঁদ
বিলীন হয়ে যায় মর্তে।

একা জাগে নিশিথীনি
পাশে বসে থাকি আমি
ওঠে মরু ঝড়
ওড়ে বালুচর
ঘটে নি কভু প্রেম আলিঙ্গন
তবুও মাঝে মাঝে পোড়ে মন।

ভাবো সখি
চখাচখি
তুমি দিয়েছো পাড়ি কোন সুদূরে
আজো খুঁজে ফিরি শূন্য দুয়ারে;
বিরহের কান্না, জীবনে আর না।            
            
1213 বার পড়া হয়েছে
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

6 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক expalay সোমবার, 18 ডিসেম্বর 2023 09:06 লিখেছেন expalay

    Compare the effectiveness of zoledronate vs standard care in reducing bone loss during the first 12 months of study treatment in postmenopausal women with stage I IIIA breast cancer initiating letrozole after prior treatment with tamoxifen cialis cost Sample size was monitored to ensure that excess studies were not performed

  • মন্তব্যের লিঙ্ক মোঃ আবু সাইদ সরকার বুধবার, 20 মে 2015 06:11 লিখেছেন মোঃ আবু সাইদ সরকার

    খুব সুন্দর কবিতা।খুব ভালো লাগলো।

  • মন্তব্যের লিঙ্ক মোঃ খোরশেদ আলম মঙ্গলবার, 19 মে 2015 01:55 লিখেছেন মোঃ খোরশেদ আলম

    একা জাগে নিশিথীনি
    পাশে বসে থাকি আমি
    ওঠে মরু ঝড়
    ওড়ে বালুচর
    ঘটে নি কভু প্রেম আলিঙ্গন
    তবুও মাঝে মাঝে পোড়ে মন।
    .....................। অসাধারণ প্রকাশ দাদু ভাই

  • মন্তব্যের লিঙ্ক আহমেদ দীন রুমি সোমবার, 18 মে 2015 23:46 লিখেছেন আহমেদ দীন রুমি

    Oshadharon. Ekrash mugdhota rekhe gelam dadu.

  • মন্তব্যের লিঙ্ক নাহিদুর রহমান( নাহিদ) সোমবার, 18 মে 2015 22:52 লিখেছেন নাহিদুর রহমান( নাহিদ)

    দুষ্ট মেঘমালা সরে দাঁড়ায় কুহেলিকার আবর্তে ভাঙ্গা প্রেমের বিধৌত ফাঁদ বিলীন হয়ে যায় মর্তে।
    দাদু ভাই কি দুষ্টমি টা করলে কবিতার প্রতিটি চরণে চরণে

  • মন্তব্যের লিঙ্ক সুজন হোসাইন সোমবার, 18 মে 2015 22:24 লিখেছেন সুজন হোসাইন

    একা জাগে নিশিথীনি
    পাশে বসে থাকি আমি
    ওঠে মরু ঝড়
    ওড়ে বালুচর
    ঘটে নি কভু প্রেম আলিঙ্গন
    তবুও মাঝে মাঝে পোড়ে মন।
    ভাবো সখি
    চখাচখি
    তুমি দিয়েছো পাড়ি কোন সুদূরে
    আজো খুঁজে ফিরি শূন্য দুয়ারে;
    বিরহের কান্না, জীবনে আর না।
    ভালো লাগলো দাদু ভাই

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.