এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 18 মে 2015 22:39

গুচ্ছভাব নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                কেনো তবু দূরে থাকো?
নিজেরে লুকিয়ে রাখো,
অনর্থ অজুহাতে  
সলাজ বদনে যাও চলে? 
ঠোট চেপে বাঁধো কথা,
 বাঁধা যায় আঁখিপাতা?
 মনের অতল প্রেম 
ঢেকে রাখা যায় কোনো ছলে?
            ***
হাজার চাতুরী করে, 
ফুল কি থামাতে পারে
 ঘ্রাণের জোয়ার তার?
 ভ্রমর তা ঠিক নেয় খোঁজে। 
প্রেয়সী রূপের শিখা 
পুড়িছে কল্পপাখা, 
কলমের নিব তাই 
প্রাণ বলে প্রেমগান বুঝে।
              ***
ঠিক ভুল বুঝিনাকো, 
বুঝি যদি পাশে থাকো
চোখ বুঝে সয়ে যাবো
 ত্রিভুবন জ্বলে হোক ছাই।
 আর কতো বৃথা চেয়ে
 দেবে ক্ষণ অপচয়ে?
 পরীক্ষা নিলে নাও 
প্রেমে মোর কোন খাঁদ নাই।            
            
735 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আহমেদ দীন রুমি

খুঁজতে এসো না বৃথা, দিনশেষে পাবে নাকো থই, আর যাই হই আমি, তোমাদের ফটোকপি নই।

আহমেদ দীন রুমি এর সর্বশেষ লেখা

6 মন্তব্য