এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 19 মে 2015 01:51

জয় বাংলার জয়

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                হাতের বাঁধন খুলে দে মোর, লিখবো নতুনের গান, 
মুখের বাঁধন খুলে দে মোর , গাইব মুক্তির গান ।
আমি যে বাঙালি ! বাংলার সুরে আমার প্রাণ ।

আঘাতে আঘাতে করেছিস আমায় ক্ষত
মন চাইলে আরো মার
তোদের শরীরে শক্তি আছে যত।
শুধু বলি শোন ক্লান্ত হলে খুলে দিস মোর বাঁধন
সারাবো কবিতার পাতায় গানের সুরে
আমারি গাঁয়ের ক্ষত।

চেনা যানা নেই তোদের বাংলার পথ ঘাঁট
তবু চলছিস বাংলার বুকে চালাচ্ছিস গুলি শত শত ।
বলি শোন তোরা বোকার দল !
এ পথে যাসনে, জাগবে বাঙালি মারবি গুলি যত ,
তোরা মারলে আমায় মার নতুবা বিজয়ের গান
আমার মুখে শুনবি শত শত ।

বলি শোন তোরা বোকার দল!
তাড়াতাড়ি পালা জেগেছে বাংলার বাহিনী
৫২ ভাষা আন্দোলনের পর আবার!
মুছে দিতে তোদের অত্যাচারের রুপ কাহিনী ।

আমি যে বাংলার ডাক শুনে পড়েছি বাংলার মালা
তোরা যত পারিস লুটে নে !
সময় এসেছে দেখবি এবার বাংলার জ্বালা ।
ওরে শোন শকুনের দল!
আমার হাতের বাঁধন খুলে দে লিখব এখন আমি ,
বাংলার বিজয়ের গান ।

তোদের দিন শেষ এবার ফেলে দে অস্র
আর কত করবি ন্যাকামি !
জ্বেলে পুরে ছারখার করেছিস বাংলার পথ ঘাঁট
কত মা বোনের সম্মান নিয়েছিস পার পাবিনা এবার
ফেলে দে হাতের অস্র ক্ষমা করেছি তোদের !
নতুবা দাম দিতে হবে অত্যাচারিত মা বোনদের ।

ছেড়ে যা সোনার বাংলা নতুন করে সূর্য উঠুক আবার!
বেজে উঠুক বিজয়ের গান ঘরে ঘরে সবার তরে
স্বাধীনতার উর্বর মাটিতে কৃষক নতুন করে ধান বুনুক আবার !
পাড়ায় পাড়ায় বসুক স্বাধীনতার উল্লাস আজ বিজয়ের মাস ।
823 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

3 মন্তব্য